শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর বরাবর বন্দরে সহকারী শিক্ষক নেতৃবৃন্দের খোলা চিঠি!

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর বন্দরের সহকারী শিক্ষক নেতা শেখ কামালের নেতৃৃত্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের দাবী বাস্তবায়নের লক্ষে খোলা চিঠি ডাক যোগে প্রেরনের প্রস্তুতি সভা করেছেন সহকারী শিক্ষক নেতৃবৃন্দ। বুধবার সকালে সোনাকান্দা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেনীকক্ষে প্রাথমিক শিক্ষক বন্দর উপজেলা আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা নুর জাহিদ বাদলের সঞ্চালনায় প্রস্তুতিমুলক সভার এক লিখিত বক্তব্যে শিক্ষক নেতা শেখ কামাল বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা রেখে শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা। দেশের গ্রামে, গঞ্জে, চরাঞ্চলে প্রতিকূল পরিবেশে কঠিন বাস্তবতার মধ্যে আমরা কাজ করছি। কিন্তু সহকারী শিক্ষকদের বেতন বাড়নোর ক্ষেত্রে প্রধান শিক্ষকদের দুই ধাপ আর সহকারীদের মাত্র এক ধাপ করা হয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার প্রধান শিক্ষকদের ২য় শ্রেনীর পদমর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষক তিন ধাপ নীচে নির্ধারণ করেছেন। যার ফলে সকল সহকারী শিক্ষকগণ মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। বর্তমানে প্রধান শিক্ষকদের যে স্কেলে চাকরি শুরু হয় সহকারী শিক্ষকদের সেই স্কেলে চাকুরী শেষ হয়। নিয়োগ বিধিতে শতকরা ৬৫ ভাগ পদোন্নতির সুযোগ থাকলেও মোট শিক্ষকের শতকরা ২০ ভাগ শিক্ষক শেষ জীবনে স্ব-বেতনে পদোন্নতি পান। বিদ্যালয়ের মূল চালিকা শক্তি এই সহকারী শিক্ষকদের আর্থিকভাবে সবল রাখলে প্রাথমিক শিক্ষার ভীত সবল হবে। এ প্রস্তুতিমুলক সভায় প্রধানমন্ত্রী বরাবর পাঁচটি দাবি তুলে ধরেন নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপেই প্রশিক্ষন প্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন স্কেল প্রদান,জাতির জনক বঙ্গবন্ধুর নির্ধারিত বেতন স্কেলে সহকারী শিক্ষকগন প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন পেতেন কিন্তু বর্তমানে এর তিনধাপ নিচের স্কেলে পাচ্ছে, প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি, প্রাথমিক ডিপার্টমেন্টকে ননভোকেশনাল ডিপার্টমেন্ট ঘোষনা, বিদ্যালয়ের সময়সুচি সকাল ১০টা থেকে ৩টা, শিক্ষক নির্যাতন বন্ধে শিক্ষক সু-রক্ষা আইন বাস্তবায়ন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নেতা শাহ আলম,শিক্ষিকা মাজেদা বেগম,নাসরিন বেগম, সাহিমা আক্তার, বনি আমিন, নিপা আক্তার, মেহেরুজ জাহান মীম, আজিমুন আক্তার সিমা, মোঃ দেলোয়ার, শাহাবুদ্দিন, আজিজুন মুন্নি, ফারহানা, পাপিয়া বেগম, জোবেদা বেগম, আবেদা খাতুন, শায়লা, লাবনী, তানজিমা, হাসনা জাহান, সুফিয়া আক্তার, বিবি ফাতেমা,স্বর্ণাদাস প্রমুখ।
এই বিভাগের আরো খবর