মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

রোহিঙ্গাদের ওপর নির্যাতনে সেনাপ্রধানের সমর্থন

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর চলমান দমন-পীড়নের সমর্থন জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হেলিয়াং। সোমবার রাজধানীতে সেনাবাহিনীর কুচকাওয়াজ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সমর্থন ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ ও জুলুম নির্যাতনের বিষয়ে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদ গত সপ্তাহে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেনাপ্রধান মিন অং জাতিসংঘের এ উদ্যোগের নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে তার দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মিয়ানমারের মংড়ুতে পুলিশের ওপর সশস্ত্র ব্যক্তিদের হামলার অজুহাতে গত অক্টোবর থেকে নতুন করে রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে প্রায় ৭৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সেনাপ্রধান বলেছেন, ‘আইন অনুযায়ী যা করা উচিৎ তা পালন করার দায়িত্ব আমাদের রয়েছে এবং আমাদের স্বার্বভৌমত্ব যখন দেশের রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণগত কারণে ক্ষতিগ্রস্ত হবে তখন একে রক্ষা করাও আমাদের দায়িত্ব।’রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক দাবি করে তিনি বলেন, ‘আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, আমাদের দেশে কোনো রোহিঙ্গা নেই। রাখাইন রাজ্যের বাঙালিরা মিয়ানমারের নাগরিক নয় এবং তারা হচ্ছে সেসব লোক যারা বাইরে থেকে আমাদের দেশে এসেছে।’প্রসঙ্গত, রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করে না মিয়ানমার। তাদের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে বসতি স্থাপন করেছিল।
এই বিভাগের আরো খবর