শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

কাশিপুরে মেধাবী শিক্ষার্থীদের মজিদ ফাউন্ডেশনের সম্মানণা প্রদান

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭   আপডেট: ২৭ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিপুরে মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও জে.এস.সি পরীক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ের স্কুল অডিটরিয়ামে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী কাশেম জামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মজিদ ফাউন্ডেশনের পরিচালক সাখাওয়াত হোসেন বাব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোমেন সিকদার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাফরুউল্লাহ,গিয়াস উদ্দিন আহাম্মেদ, আব্দুল আলিম ও স্কুলের প্রধান শিক্ষক সামসুল হক। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, স্বাধীনতা মানে কি আমার যা খুশি তা করব, তা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘেষাণার উদ্দেশ্য ছিল- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার। এগুলো যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ ন্যায্য ভাবে পায়। তাই আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক শিক্ষক হচ্ছে, সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ। শিক্ষার্থীরা যাতে মানুসের মতো মানুষ হতে পারে সেদিকে বিশেষ কেয়াল রাখতে হবে শিক্ষকদের। এধরনের অনুষ্ঠান করার জন্য তিনি মজিদ ফাউন্ডেশনের পরিচালকদের বিশেষ ধন্যবাদও জানান।
এই বিভাগের আরো খবর