শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রূপগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৭’শ জনকে আসামী করে মামলা

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭   আপডেট: ২৭ মার্চ ২০১৭

যুগের চিস্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যোগদানকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হওয়া, গাড়ি ও দোকানপাট ভাংচুর করা এবং পুলিশের সরকারী কাজে বাধা প্রদান করার অভিযোগ এনে পুলিশ একটি মামলা দায়ের করেছেন। সোমবার সকালে রূপগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মাসুদ রানা শামীম বাদী হয়ে ৬ থেকে ৭শ জন অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করে এ মামলা দায়ের করেন। জানা গেছে, গত রোববার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যোগদানকে কেন্দ্র করে আ’লীগের দুইগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ, পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এছাড়া গাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। মিলাদ মাহফিলের চেয়ার, রান্না করা খাবার নষ্ট করা হয়। ভেঙ্গে ফেলা হয় মাইক ও সাউন্ডবক্স। সব মিলিয়ে সেখানে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে না পেরে ৬৩ রাউন্ড শর্টগানের গুলি ও ৮ রাউন্ড টিয়ারসেল  ছোরা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর