শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বিআরডিবি’র কার্যালয় থেকে অফিস সহকারীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭   আপডেট: ২৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ডের (বিআরডিবি) কার্যালয় থেকে মনিরুল ইসলাম (৪২) নামে এক অফিস সহকারীর অর্ধগলিত মৃত নগ্নদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) সকালে মিজমিজি পূর্ব সাহেবপাড়া এলাকায় বিআরডিবি’র উপ-পরিচালকের কার্যালয় মেঘনা হাউজ থেকে এ মৃতদৃহ উদ্ধার করা হয়। নিহত মনিরুল ইসলাম অফিস কার্যালয়েই বসবাস করতো। লাশের নাক ও মুখে রক্ত প্রবাহের চিহ্ন ও গোপনাঙ্গ ফোলা ছিলো। অফিস কার্যালয়টি ভেতর থেকে বন্ধ ছিলো। পুলিশ জানালার গ্রীল কেটে ভিতের প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে। এর আগে সংশ্লিষ্ট শাখার উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার সকালে কার্যালয়ে আসেন। কার্যালয়ে প্রবেশের দরজা খোলার জন্য প্রায় এক ঘন্টা ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। নিহত মনিরুল ইসলাম কুষ্টিয়া জেলার মৃত শহিদুল্লাহর ছেলে।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। বিআরডিবি’র সংশ্লিষ্ট শাখার উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া জানায়, মনিরুল ইসলাম অফিসেই বসবাস করতো। গত বৃহস্পতিবার সারাদিন অফিস শেষে সবাই ৩দিনের ছুটিতে যার যার বাসায় চলে গেলেও সে কার্যালয়ে ছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে কার্যালয়ে এসে দেখি ভিতর থেকে দরজা জানালা সবই বন্ধ। প্রায় এক ঘন্টা ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জানালার গ্রীল কেটে তার মৃতদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মনিরুল ইসলাম অনেক দরিদ্র এবং উচ্চ রক্তচাপের রোগী ছিল। দরিদ্র হওয়ার কারনে সে বাসা ভাড়া না নিয়ে অফিস কার্যালয়েই থাকতো। মৃতদেহ উদ্ধাকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত করা যাবে। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর