শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ধূমপান করায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭   আপডেট: ২১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নগরীতে প্রকাশ্যে ধূমপান করায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নির্বাহী মেজিষ্ট্রেট সানজিদা জেসমিনের নেতৃত্বের চাষাড়া শহীদ মিনারে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ৫ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন রাসেল (২০) পিতা রুস্তম, সাং- চাষাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, একই এলাকার সৌরভ (২১) পিতা আবু তাহের, সামির (২৮) পিতা মো.ইসলাম, সাইফুর রহমান (২২) পিতা মোহাম্মদ আলী , থানা-ফতুল্লা। অভিযানকালে শহীদ মিনার প্রাঙ্গনে উৎসুক মানুষের অনেক ভীর লক্ষ্য করা যায়। এ ব্যাপারে এক পথচারীর সাথে কথা বললে তিনি বলেন, এভাবে যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হয় তবে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনটি একটি মনোরম পরিবেশ তৈরী হবে । এখন পরিবার পরিজন নিয়ে মিনারে ঢুকা যায় না। স্কুল কলেজের ছেলেরা প্রকাশ্যে ধূমপান সহ এমনভাবে আড্ডা দেয় যে, পরিবারের মেয়ে সদস্যদের নিয়ে এখানে আসলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় । তাছাড়া ভাষা শহীদদের সম্মানের জায়গাটাও প্রশ্নবিদ্ধ হয়। মেজিষ্ট্রেট সানজিদা জিয়াসমিন জানায়, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শহীদ মিনার ভাষা শহীদদের প্রতীক। ভাষা শহীদদের প্রতি সম্মানের জায়গা ও পরিবেশ নষ্ট করে এভাবে প্রকাশ্যে ধূমপান ঠিক নয়। আর ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর তাই ৫ জন যুবককে জরিমানা করা হয়। এবং তাদেরকে সাবধান করা হয় যাতে তারা ভবিষ্যতে এমন কাজ আর না করে।
এই বিভাগের আরো খবর