শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বেড়েছে নারী বিলিয়নিয়ারের সংখ্যা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭   আপডেট: ২১ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বে বেড়েছে নারী বিলিয়নিয়ারের সংখ্যা।যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এবারের শীর্ষ ধনীর তালিকা প্রকাশের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুধু নারী নয়, পুরুষ বিলিয়নিয়ারের সংখ্যাও বেড়েছে।বিলিয়নিয়ারের সংখ্যা ১৩ শতাংশ বেড়ে বর্তমানে বিশ্বে মোট বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩ জনে। তবে আশার কথা হলো, নারী ধনীর সংখ্যা ক্রমেই বাড়ছে।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে ফোর্বস। সেই সঙ্গে ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, গত বছর নারী বিলিয়নিয়ারের সংখ্যা ছিল ২০২ জন। এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে। অর্থাৎ এবার নারী বিলিয়নিয়ার বেড়েছে ২৫ জন। ২২৭ জন নারী বিলিয়নিয়ারের মোট সম্পদের পরিমাণ ৮৫২ দশমিক ৮ বিলিয়ন। নারীদের মধ্যে শীর্ষ ধনী ফ্রান্সের লিলিয়াঁয়ে বেটেঁকোর্ট। এল’ওরিয়েল ব্র্যান্ডের কসমেটিক্স ব্যবসা রয়েছে তার। দ্বিতীয়বারের মতো নারী ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।ফোর্বস জানিয়েছে, অধিকাংশ নারী উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন। কিন্তু এবারের তালিকায় এমন ১৫ জন নতুন বিলিয়নিয়ার রয়েছেন, যারা নিজের প্রচেষ্টায় সম্পদের মালিক হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই এশীয়। নিজের প্রচেষ্টায় সম্পদের মালিক হওয়া এশিয়ার ধনী নারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভিয়েত জেট এয়ারের মালিক ভিয়েতনামের নাগরিক এনগুয়েন থি ফুয়োং থায়ো। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
এই বিভাগের আরো খবর