বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রূপগঞ্জে জঙ্গীবাদরোধে জনগনকে সচেতন করতে প্রশাসনের মাইকিং

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭   আপডেট: ২০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে জঙ্গীবাদরোধে জনগনকে সচেতন করতে মাইকিং করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ প্রশাসন। বাড়ির মলিকদের যতদ্রুত সম্ভব ভাড়াটিয়াদের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি পুলিশের কাছে জমা নিদের্শ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা, ভায়েলা, গোলাকান্দাইল, সাওঘাট, মাহনা, আমলাবো, বলাইখা, আউখাবসহ বিভিন্ন এলাকায় জনসাধারনকে সচেতন করার জন্য এ মাইকিং করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, দেশে জঙ্গীদের উপদ্রপ বেড়ে গেছে। কে জঙ্গী আর কে ভালো মানুষ তা বুঝা মুশকিল। জঙ্গীবাদরোধে মানুষকে সচেতনকরাসহ বাড়ির মালিকদের তাদের ভাড়াটিয়াদের জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধনের ফটোকপি দ্রুত ভুলতা পুলিশ ফাঁড়িতে জমা দেওয়ার কথা মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসী জানিয়ে দেওয়া হয়। এছাড়া কাউকে সন্দেহ হলে পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। এ কাজে সহযোগীতা করার জন্য সকল শ্রেণী-পেশার মানুষকে আহবান জানান তিনি।
এই বিভাগের আরো খবর