বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বৃদ্ধাশ্রম বাস্তবায়ন সভায় কলামিষ্ট মীর আব্দুল আলীম কাঁদলেন, কাঁদালেন

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭   আপডেট: ২০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক সমাজের আয়না এমন নানা বৈশিষ্ট্যে সুখ্যাতি অর্জন করা একটি পেশার সাথে জাতি বেশ সুপরিচিত।  জাতির ক্লান্তিলগ্নে কিংবা সুখলাভের মুখ্যম মুহুর্তে সাংবাদিকদের ভুমিকা সর্বাবস্থায় গ্রহণযোগ্য । তবে মফলস্বল সাংবাদিকরা কেবল সাংবাদিকতায় সীমাবন্ধ থাকার কথাই এতদিন শুনে আসছি। কিন্তু ব্যতিক্রম রূপগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। এখানকার সাংবাদিকরা শুধুমাত্র লেখনীতেই আবদ্ধ নন। তাদের সমাজসেবায় ব্রততা নিজ জেলা শহর ছাড়িয়ে দেশব্যাপি সুখ্যাতি অর্জন করেছে। রূপগঞ্জ প্রেসক্লাব সূত্রে জানা যায়, এ ক্লাবটির দায়িত্বরত সভাপতি মীর আব্দুল আলীম দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের নিয়মিত কলামিষ্ট। ফলে কলাম লিখে দেশ ব্যাপি রূপগঞ্জের প্রতিচ্ছবি এমনকি জাতীয় সমস্যার সমাধান ও পরামর্শমুলক নানা কলাম লিখে সমাজ সেবায় অবদান রেখে চলেছেন। ফলে একজন কলামিষ্ট হিসেবে দেশব্যাপি রয়েছে তার বিশেষ সুনাম ও খ্যাতি। তার বিচক্ষণ মেধা বিনিয়োগের কারণে  রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্য বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রিক মিডিয়ায় প্রতিনিধি হিসেবে  কর্মরত সাংবাদিকরা শুধুমাত্র লেখনীতে আবদ্ধ থাকেননি। সমাজসেবার সকল কাজে সরাসরি অংশগ্রহণ করে স্থানীয়ভাবে সাফল্যের স্বর্ণশিখড়ে ক্লাবটির অবস্থান রয়েছে। মাদক ,সন্ত্রাস, অবৈধ অস্ত্র উদ্ধার,প্রশাসনের অনিয়ম, সড়ক ভোগান্তি, নাগরিক হয়রানী, নারী পাচার, অত্যাচার প্রতিরোধ ও রাজনৈতিক সমজোতা রক্ষায় এমনকি নাটিকার মাধ্যমে বাল্য বিয়ে , যৌতুক ও মাদক বিস্তাররোধে বিশেষ ভুমিকা রাখায় বেশ সুনাম অর্জন করেছেন এর সদস্যরা।   সম্প্রতি,  নানা সমাজসেবার ব্রততার দায় থেকে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিকদের ইচ্ছানুযায়ী একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার কাজে হাত দেন তারা। এ বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজ ও শিক্ষকসদস্যসহ সকলের সাড়া পাওয়া যায় ব্যপকভাবে। এমনকি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) সরাসরি এ বৃদ্ধাশ্রম বাস্তবায়নে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। বৃদ্ধাশ্রম বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী  নিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত  রূপগঞ্জ প্রেসক্লাব কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায়  সভাপতিত্ব করেন,রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)আসনের এমপি  গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম।  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন , মনির হোসেন মনু, মাসুদ করিম, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন, সাত্তার আলী সোহেল, সাধারন সম্পাদক খলিল সিকদার প্রমুখ। এ সময় সভাপতি কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম তার বক্তব্যে বৃদ্ধাশ্রম বাস্তবায়নের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, আমরা মা বাবার সেবা করবো এটা আমাদের জন্মগত দায়িত্ব ও  কর্তব্য।  কিন্তু দুঃখের বিষয় এখনও মা বাবারা তাদের সন্তান থেকে প্রাপ্ত অধিকার পায় না। সন্তানরা থাকে উদাসিন। নিজের সংসারের সদস্য হিসেবেও মা বাবাকে ভাবতে পারছেন না অনেকে। ফলে দেখা যায়, বিভিন্ন বৃদ্ধাশ্রম ও বৃদ্ধদের বোবাকান্না। তিনি আরো জানান, সবাইকে এ বয়োবৃদ্ধতা পাবে। ফলে বৃদ্ধ হলেই সন্তানের বঞ্চনার শিকার না হতে সমাজকে সচেতন করে গড়ে তুলতে হবে। অসামাজিক পরিবেশ ছাড়িয়ে নৈতিক শিক্ষার বিকল্প নেই। এ সময় তিনি বিভিন্ন  দেশের বিভিন্ন বৃদ্ধাশ্রম ও মালয়েশিয়া,ভুটান,নেপাল ও জাপানের উন্নত ও আধুনিক বৃদ্ধাশ্রম পরিদর্শন করে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অজোরের কেঁদে ফেলেন। সভায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত দর্শক ও শ্রোতা এমনকি অতিথিরা চোখের পানি ধরে রাখতে পারেন নি। মীর আব্দুল আলীম তার বক্তব্যে পিতা মাতার অসহায়ত্ব তুলে ধরে বলেন, সন্তানের তার বিবির জন্য ১ হাজার টাকা দামী  লিপস্টিক ক্রয় করতে মনে থাকলেও ৫টাকার পান কিনতে ভুলে যান। তাদের গড়া বসত ঘরে তাদেরই জায়গা হয় না। সন্তান তাদের উপযুক্ত সেবাটুকু দিতে সময় পায় না। অনেক একাডেমিক শিক্ষিতজনরাও এ ভুল করে থাকেন। তাদের মা বাবারা থাকেন বৃদ্ধাশ্রমে। এ সময় তিনি আরো বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রস্তাবিত এ বৃদ্ধাশ্রম হবে  এ ধরনের  সন্তানদের সংশোধনাগার আর উপায়হীন বৃদ্ধদের শান্তির নীড়। তাই  প্রস্তাবিত এ বৃদ্ধাশ্রম  প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে“ শান্তির নীড়”।  এ সময় তিনি বলেন,  প্রস্তাবিত বৃদ্ধাশ্রম “শান্তির নীড়” বাস্তবায়ন হলে রূপগঞ্জের সাংবাদিকরা নিজেই সেবক হিসেবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজসেবায় যে ভুমিকা রাখছে  তা উপজেলা পর্যায়ে বিরল ঘটনা। শান্তির নীড় নামে বৃদ্ধাশ্রম বাস্তবায়নে সব রকম সহযোগীতার আশ্বাস দেন তিনি।  এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের জনসেবা ও সমাজসেবামূলক কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করেন তিনি।
এই বিভাগের আরো খবর