শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে পৃথকসড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (ডেমরা) : বন্দরে ১ দিনে ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন পথচারির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ও কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ লাশ ২টি উদ্ধার, ঘাতক গাড়ি দু’টি আটক ও ১জন চালককে গ্রেফতার করেছে। অপর গাড়ির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। নিহতরা হলো শাহনেওয়াজ (৪৭) ও শাহজালাল (৬৫)। হাইওয়ে পুলিশের এএসআই মিজান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরের মদনপুর বাস স্ট্যান্ডে এশিয়ান হাইওয়ের মোড়ে রাস্তা পারাপারের সময় বন্দরের লাঙ্গলবন্দ এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে শাহজালালকে দ্রুতগামী ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৩-৩৭২৩ চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিগত হন। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকসহ চালক ইলিয়াস (২৩) কে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর দিকে মেহেরপুর জেলার গাংনী থানার বাশ৭বাড়িয়া গ্রামের রেজা খানের ছেলে শাহনেওয়াজ তার ভায়রা বাড়ি বন্দরের মদনপুরে বেড়াতে আসেন। বুধবার সে বাড়ি ফেরার জন্য কেওঢালা বাস স্ট্যাডে রাস্তা পারাপারের সময় বেপোরোয়া গতিতে লেগুনা গাড়ি ঢাকা-মেট্রো-১৮-৭০৫৬ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় লেগুনা চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ ঘাতক ট্রাক চালককে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
এই বিভাগের আরো খবর