শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির মাটি উজাড়, হত্যার হুমকি

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে স্থানীয় একটি সিন্ডিকেট পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ লাখ টাকা জমির মাটি কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটায় বাঁধা প্রদান করতে গেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের হত্যার হুমকি। বৃহস্পতিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নেরদুয়ারা পুটিনা এলাকায় এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এনায়েত করিম জানান, একই এলাকার কাইয়ুম, সুজন, সেরাজউদ্দিন, আলম, রশিদ, সুলতানসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে একটি সিন্ডিকেট করে দুয়ারা পুটিনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাটি কাঁটার সংবাদ পেয়ে এনায়েত করিমের দ্ইু সহকর্মী সুদর্শন চন্দ্র দাস, মোবারক হোসেন মাটি কাটায় বাঁধা প্রদান করতে গেলে সিন্ডিকেটের লোকজন জোর করে প্রায় ২০ লাখ টাকার মাটি কেটে নিয়ে যায়। সিন্ডিকেটের সন্ত্রাসীরা থানায় মামলা করলে তাদের হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করে। পরে এনায়েত করিম বাদী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জাতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর