মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এফআইসিএল’র বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে গ্রাহকের টাকা আতœসাতের অভিযোগে ফারইষ্টইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (এফআইসিএল) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানমামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে ১২০০ জনগ্রাহকের ১৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকা প্রতারণা আতœসাত করায় দুদক রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দুদক কর্তৃপক্ষ জানান, ফারইষ্ট ইসলামী মাল্টিপরপাস সোসাইটি লিমিটেডের পরিচালনা কমিটি ১ হাজার ২ শত গ্রাহকের ১৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করেছে। ২০০৯ সালেশামীম কবির (সভাপতি), জাফর আহম্মদ (সহ-সভাপতি), এমদাদুল হক (সম্পাদক), মহিউদ্দিন (যগ্ন সম্পাদক), ইমরানুল ইসলাম(কোষাদক্ষ), দুলাল (সদস্য)হয়েফারইষ্ট ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. (এফআইসিএল) নামে একটি প্রতিষ্ঠানের নিবন্ধন করে ভুলতা শাখায় একটি শাখা চালু করেন। ফারইষ্ট ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. (এফআইসিএল) এর কর্মকর্তারা গ্রাহকদের ১ লাখে ২৫০০ টাকা এবং ৪ পর আমানতকৃত টাকার দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ হাজার ২শত গ্রাহকের কাছ থেকে ১৩ কোটি ৫ লাখ ৯৩ হাজারটাকা আতœসাৎ করে। প্রতিষ্ঠানটির সভাপতি শামীম কবির গ্রাহকদের লভ্যাংশ প্রদান না করে তার লোকজনের সহায়তায় তার নিজ নামে নগদে বা ব্যাংকের মাধ্যমে অবৈধভাবেটাকা লেনদেন করেন। (এফআইসিএল) নামে এ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নামে মাত্র কয়েক মাস গ্রাহকদের লভ্যাংশ প্রদান করে। কিছুদিন অফিস চালানোর পর (এফআইসিএল)এর সকল কর্মকর্তারা ১ হাজার ২ শত গ্রাহকের ১৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকা  আতœসাৎ করে আত্মগোপন করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানবাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানটির ম্যানেজার জহিরুল ইসলাম জানান, আমি তিন মাস এ প্রতিষ্ঠানে চাকরি করেছি টাকা আত্মসাতের বিষয়টি মালিক শামীম কবির ও তার সহকারীকামরুজ্জামান ও নুরুজ্জামান জানেন।
এই বিভাগের আরো খবর