শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

না’গঞ্জ ক্লাবের দুর্নীতিবাজদের বাঁচাতে দিনের বেলায় ইজিএম আহবান: এ যেন শুভঙ্করের ফাঁকি !

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

বিশেষ প্রতিনিধি : এ যেন শুভঙ্করের ফাঁকি ! সদস্যদের নোটিশের সাথে বাজেটের কপিও দেয়া হয়েছে। ১৬ সালের আয়-ব্যয়ের হিসাব পাস না করিয়ে ১৭ সালের বাজেট পাস করানোর জন্য মূলতবী ইজিএম আহবান করেছে নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ। তারিখ ২৭ মার্চ। সময় বিকাল সাড়ে ৫ টা। গতকাল এই নোটিশ পেয়ে সদস্যরা যারপর নাই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সদস্যরা বলেন, ওসমান পরিবার এবার মোক্ষম চালটি চেলেছেন। মূলতবী ইজিএম এর দিনটি সোমবার বিকেলে আহবান করার মধ্যেই রয়েছে বড় ধরনের ফাঁকিবাজি। সোমবার অফিস আদালত খোলা থাকবে। বিকেল সাড়ে ৫ টায় সময় নির্ধারণ করার কারণ হচ্ছে ঠিক এই সময়টাতে অনেক সদস্যই অফিস-আদালতে যার যার কাজে নিয়োজিত থাকবেন। ইচ্ছে করলেই সময়মত ইজিএম এ উপস্থিত হতে পারবেনা অনেক সদস্য। এই সুযোগটাই নিতে চাইছে ওসমান পরিবারের লেজুরবৃত্তিকারী দুর্নীতিবাজরা। তাছাড়া দিনের আলোতে অনেকেই ওসমান পরিবারের ভয়ে মুখ খুলতে সাহস করবেন না। সেই কৌশলও ব্যবহার করা হতে পারে। কিন্তু সদস্যরা এবার ছেড়ে কথা বলবেনা। আগে ১৬ সালের হিসাব পাশ করতে হবে। দূর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। শোকজ করে কৌশলে খাতির করা চলবেনা। এখানে লুটেরারা কারো বেয়াই হলেও ছাড় পাবেনা। চোরের শাস্তি হতেই হবে। এ বিষয়ে ক্লিয়ার ডিসিশন না হলে সদস্যরা ১৭ এর বাজেট পাস করবেন না। কারো চোখ রাঙানিতে সদস্যরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবেন না। গতকাল সদস্যরা নোটিশ পেয়ে ক্ষুব্ধ হন। নোটিশের হেডিং ছিল ‘মুলতবীকৃত বিশেষ সাধারণ সভার বিজ্ঞপ্তি’। নোটিশে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জ ক্লাবের স্থায়ী সদস্যদের জানানো যাচ্ছে যে, গত ২৪ জানুয়ারী ২০১৭ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা (মুলতবীকৃত) এবং ৮ মার্চ, ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত মুলতবীকৃত বিশেষ সাধারণ সভা (দ্বিতীয়বারের মতো মূলতবীকৃত) আগামী ২৭ মার্চ ২০১৭ তারিখ সোমবার বিকাল ৫:৩০ মিনিটে ক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।উক্ত সভায় পুনারায় ২০১৭ সালের প্রস্তাবিত বাজেট সদস্যদের সদস্যাদের বিবেচনা ও অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। আলোচ্য সূচী: ২০১৭ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপন এবং অনুমোদন উক্ত সভায় যথাসময়ে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য। পরিচালনা পর্ষদের নির্দেশ ক্রমে ক্রমে (হাসান শাহরিয়ার) সচিব। বিতরণ ঃ সম্মানিত স্থায়ী সদস্যবৃন্দ। অনুলিপি ঃ নোটিশ বোর্ড । সংযুক্ত প্রস্তাবিত বাজেটের ফটোকপি। বিঃদ্রঃ প্রস্তাবিত বাজেটের উপর কোন বক্তব্য থাকলে বিষয়বস্তু উল্লেখ পূর্বক সভা শুরুর নির্ধারিত সময়ের ৭২ ঘন্টা পূর্বে সচিব বরাবর জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এই বিভাগের আরো খবর