শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ক্রেডিট কার্ড আকৃতির ইসিজি মেশিন উদ্ভাবন

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একদল বিজ্ঞানী ক্রেডিট কার্ড আকৃতির খুদে ইসিজি মেশিন উদ্ভাবন করেছেন।এই ইসিজি মেশিন গ্রামীণ জনগণের হৃদরোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন উদ্ভাবনকারী বিজ্ঞানীরা।ভারতে প্রতি ৩০ সেকেন্ডে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। ভয়াবহ এই পরিসংখ্যান কমিয়ে আনতে সাহায্য করবে খুদে এই ইসিজি মেশিন।এনডিটিভি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।শহরে হৃদরোগ নির্ণয়ের ভালো প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও গ্রামে তা নেই। এ ছাড়া অর্থের অভাবেও তারা ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কিন্তু ছোট ইসিজি মেশিনে হৃদযন্ত্রের অবস্থা নির্ণয় করে মোবাইল ফোনের মাধ্যমে সেই তথ্য-উপাত্ত বিশ্বের যেকোনো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো যাবে। ফলে গ্রামের লোকজনও হৃদরোগ চিকিৎসায় সমান সুবিধা পাবে।গ্রামীণ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে ছোট ও স্বল্প ব্যয়ের ইসিজি মেশিন উদ্ভাবন করা হলেও তা যেকোনো মানুষের কাজে আসতে পারে। ফলে এটি হবে বৈপ্লবিক মেশিন।ভারতের ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা ক্রেডিট কার্ড আকৃতির এই ছোট টেলি-ইসিজি মেশিন উদ্ভাবন করেছেন। ইসিজি রিপোর্ট মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকের কাছে পাঠানো যাবে।প্রচলিত বাণিজ্যিক ইসিজি মেশিন ব্যয়বহুল, আকারে বেশ বড় ও ভারী। কিন্তু নতুন উদ্ভাবিত ১২ চ্যানেলের ইসিজি মেশিনে খরচ ১০ গুণ কম। মেশিনের দাম পড়বে মাত্র ৪ হাজার রুপি।মেশিনটি মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। অর্থাৎ সহজে বহনযোগ্য মেশিনটি সবার পকেটে থাকতে পারে।
এই বিভাগের আরো খবর