বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

জালকুড়িতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১০টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭/৮টি তুলার গোডাউনে রক্ষিত তুলা সম্পূর্ন পুড়ে গেছে। সংবাদ পেয়ে  মন্ডল পাড়া ও হাজীগঞ্জ থেকে  ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে  ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকান্ডের সূত্রপাতের খবর জানা যায়নি। সিদ্ধেগঞ্জের জালকুড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাড়ায় রয়েছে প্রায় ৫০টিরও বেশি  তুলার গুদাম। বিভিন্ন এলাকার তুলার ব্যবসায়ীরা এ অঞ্জলে তুলা গুদামজাত করে রাখেন। গতকাল রাত সাড়ে ১০টার সময়  ব্যবসায়ী জাকিরের তুলার গোডাউনে প্রথম আগুনের সূত্রপাত ঘটে।  স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ  পেয়ে মন্ডল পাড়া, হাজীগঞ্জ,আদমজীর  ফায়ার সার্ভিস  ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে  ছুৃটে আসে।  ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  ধারণা করা হচ্ছে  অগ্নিকান্ডের ঘটনায় ৭/৮ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করছেন। এ ঘটনায় কেউ হতাহতের তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে আসা জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও এখন বলা সম্ভব হচ্ছে না।  
এই বিভাগের আরো খবর