শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ফতুল্লায় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও শামীম ওসমানের ছবি ভাংচূর, থানায় অভিযোগ

প্রকাশিত: ২২ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : নয়ামাটি পঞ্চায়েত সমাজ উন্নয়ন কমিটির অফিসে হামলা  চালিয়েছে মাদক বিক্রেতারা । এসময় জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের ছবি ভাংচূর করে। গত রোববার সন্ধ্যায় ঐ হামলা চালানো হয়। গতকাল  বিকেলে নয়মাটি নাককাটার বাড়ি সংলগ্ন স্থানে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। এ ঘটনায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীরেগর সভাপতি জসিম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দিয়েছে। কুতুবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন  বলেন, গত ২০ মে সাংসদ শামীম ওসমান রসুলপুর এলাকায় একটি পানির পাম্প উদ্ধোধন করেন। এস সময় সাংসদের কাছে নয়ামটি এলাকার মাদক বিক্রেতাদের  একটি তালিকা দেন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মিলন মাতবর। আর এতেই ক্ষিপ্ত হয় মাদক বিক্রেতারা। গত ২১মে সন্ধ্যায় মাদক বিক্রেতারা একজোট হয়ে হামলা চালায়  নয়ামাটি পঞ্চায়েত কমিটির অফিসে। এসময় হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ একেএম শামীম ওসমানের ছবি ভাংচূর করে। হামলার সময় অফিসের অবস্থানরত মিলন মিয়াকে পিটিয়ে আহত করে এবং তার কাছ থেকে নগদ টাকাও হাতিয়ে নেয় হামলাকারীরা। এঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে গতকাল ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগে  উল্লেখ, মাদক বিক্রিতে বাধা দেয়ায়  নয়ামটি এলাকার   ইলিয়াস (৩৩), কালু ওরফে জীবন (৩২), সাদ্দাম (১৮), আক্তার (৩৪) চশমা রিপন (৩৩), স্বাধীন (১৯), আলাউদ্দিন (২০), আরিফ (১৮), খোরসেদ (২৮), ক্যান্সার রাজু (২৮), মনির (২০), গনি (২০),  পলাশ (২২), সুলতান (৩৮), শাহাদাৎ (২৪), দেলোয়ার (২৭), সেলিম (২৫) পঞ্চায়েত কমিটির অফিসে হামলা চালায়। সোমবার বিকেলে গাগলা নয়ামাটি পঞ্চায়েত কমিটির অফিসের সামনে  হামলা ও ভাংচূরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর