শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষকদের বিভিন্ন দাবি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২২ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ডটকম ) : ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটি শিক্ষকদের এমপিও প্রদান, নন-এমপিও প্রতিষ্ঠানসমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি বজেন্দ্র নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মমতাজ উদ্দীন মর্তুজা। প্রধান অতিথি বলেন, আমরা আমাদের তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছি। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর আশ্বাসের বাণি ছাড়া কোন সমাধান পাই নি। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম বেসরকারী শিক্ষক কর্মচারীদের বৈশাখি ভাতার জন্য ১৫৩ কোটি টাকা দরকার। বীমার জন্য ৫৯৩ কোটি টাকা দরকার।  সব মিলিয়ে এক অর্থবছরে ৭০০ কোটি টাকার মতো লাগে। গত বাজেটের সময় বলেছিলাম এই টাকাটা আপনারা বাজেট থেকে ব্যবস্থা করুন। অর্থমন্ত্রী বললেন এসব আমার জানা নাই। ভাল কথা। শিক্ষা সচীব, মেয়র সাহেব তাকে বিষয়টি অবহিত করলেন। অর্থমন্ত্রী বললেন এই বাজেটে নয় আগামী বাজেটে দেয়ার চেষ্টা করবো। এখন বাজেট অধিবেশন চলছে। আমরা সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন করছি। মাননীয় অর্থমন্ত্রী আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ ভাতা এই বাজেটে দিবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তিনি আমাদের মহাসমাবেশে থাকবেন। আমরা আশা করছি তিনি আমাদের দাবিগুলো পূরন করে দিবেন। এর আগে এই বাজেটে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন। আগামী মহাসমাবেশে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষক সমাজ এসে আমাদের সমাবেশকে মহাসমাবেশে রুপান্তরিত করবো। এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দকে আমি আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে এসে ঐক্য গড়ে তুলুন। আমরা একসাথে আগামী ২৫ তারিখ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি উথাপন করি। আমরা চাই না আন্দোলন করতে।  যদি আগামি বাজেটে আমাদের দাবি উথাপন না করা হয় তবে সারা বাংলাদেশে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ জহিরউদ্দীন মাষ্টার, সুলতানা বেগম রতœা, মোঃ আব্দুল গনি, জেলার সাধারণ শিক্ষক পরিষদের সাাধারণ সম্পাদক, মহানগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পদক মোঃ সাখাওয়াত হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মিঞা।
এই বিভাগের আরো খবর