শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

সরকারি হলো মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ , এলাকায় খুশির বন্যা

প্রকাশিত: ২২ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা মানুষের ৬০ বছরের দাবি পূরন হলো মুড়াপাড়া কলেজ সরকারি করণের মাধ্যমে। সোমবার সকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কলেজটির জমির দলিল অধ্যক্ষ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। এ ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে খুশির বন্যা বয়ে গেছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  গেজেটভুক্ত সমাজসেবক আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, শাহরিয়ার পান্না সোহেল, সায়েদ সোহেলসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় তিনি এলাকাবাসীর কাছে ওয়াদা করেছিলেন নির্বাচনে জয়ী হলে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজটি সরকারি করা হবে। অবশেষে প্রধানমন্ত্রীর সহযোগীতায় কলেজটিকে তিনি সরকারি করতে পেরেছেন। এটিই রূপগঞ্জের একমাত্র সরকারি কলেজ।
এই বিভাগের আরো খবর