শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আড়াইহাজারে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রয়

প্রকাশিত: ২২ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজারে পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে গ্যাস ভরে অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। এদিকে রমজানকে সামনে রেখে বাড়ছে গ্যাসের চাপ। অন্যদিকে দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কম। কর্তৃপক্ষকে বারবার অবহিত কলেও কাজের কাজ কিছুই হচ্ছে। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী এসব ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করছে।  এত যেকোনো সময় পুরনো গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিমাসে বিল পরিশোধ করেও প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাচ্ছে না। চাহিদা মাফিক গ্যাস না পাওয়ায় বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গৃহীনিরা। এর ফলে সিলিন্ডার (এলপি) গ্যাস ব্যবহারের দিকে ঝুঁকছেন অনেকে। বাজারে সিলিন্ডারের ব্যাপক চাহিদা থাকার সুযোগে কোনো নিয়ম না মেনেই যত্রতত্র বিক্রি করা হচ্ছে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দাহ্য পর্দাথ বা জ¦ালানী পণ্যের বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্রের প্রয়োজন হলেও স্থানীয় কিছু ব্যবসায়ী নিয়মের কোনো তোয়াক্কাই করছেন না। সরেজমিন গিয়ে দেখা গেছে, রোজাকে সামনে রেখে সিলিন্ডারের চাহিদা বেড়েছে কয়েকগুন। কিন্তু আইনের তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন বাজারে মুদিদোকান, সেনিটারী, টিনের দোকানসহ যত্রযত্রই বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। আড়াইহাজার পৌরসভা বাজারের সেনিটারী পণ্য বিক্রেতা আল-আমিন বলেন, র্দীঘদিন ধরেই তিনি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। কেউ কোনো দিন তাঁতে বাঁধা দেয়নি। জ¦ালানী পণ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্রের বিষয়টি তার জানা নেই। আড়াইহাজার পৌরসভা এলাকার আলী আজগর মিয়া বলেন, ৬ সদস্যের পরিবার তার। দৈনিন্দন রান্নার কাজে প্রতিমাসেই তার বাসায় একটি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। ক্রেতাদের কাছে সরবরাহকৃত সিলিন্ডার দেখতে নতুন মনে হলেও, এর বেশির ভাগই অনেক দিনের পুরোনো। তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি আছে যেনেও অনেকটা বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজড়ধারী করা দরকার বলে মনে করেন তিনি। পথচারীরা এসব দোকানের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মামুন বলেন, সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে অবশ্যই ছাড়পত্র লাগবে। এছাড়ও কোনো প্রকার এক্সক্লুসিভ সংরক্ষণের স্থানে অগ্নীনির্বাপক যন্ত্র রাখাটা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, প্রচন্ড তাপদহ্যে সিলিন্ডার সাবধানে নাড়াচাড়া করতে হবে। যেকোনো সময় বিস্ফোরণ হওয়ার সম্ভবনা থাকে। বিষয়টি আগামী মাসিক মিটিংয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এই বিভাগের আরো খবর