শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপি চেয়ারপার্সনের অফিস তল্লাশী সরকারের রুচিহীনতার বহির প্রকাশ

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) : মাত্র গত সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় ঐক্যজোট নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভিশন ২০৩০ প্রকাশ করেছেন। ভিশন দেয়ার পর পরই সরকারী দল নি:লজ্জের মত নানান কথা বলে যাচ্ছে। যে কথা দেশের একজন দায়িত্বশীল মন্ত্রীর পক্ষে বলা শোভনীয় নহে সে কথাও তারা বলে যাচ্ছেন। এমন কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা নিজেও সমালোচনা করতে পিছ পা হচ্ছে না। প্রধানমন্ত্রী যখন কোন বিষয়ে সমালোচনা করেন তখন বুঝতেই হয় যে, সরকার সে বিষয়টি মাথায় নিয়েছেন যার জন্য সরকারের মাথা এখন ঘুরপাক খাচ্ছে। যে সকল বিষয়ে সরকারের আতে ঘা লাগার কথা সে সকল বিষয়ের উপরই খালেদা জিয়া ভিশন ২০৩০ এ আলোকপাত করেছেন। সরকার গলাবাজী যাহাই করুক না কেন তারা জানে যে, সরকার অনির্বাচিত এবং রায় ঘোষণার ১৬ মাস পরে উচ্চ আদালতের একটি খন্ডিত রায়ের সূত্র ধরে রাতারাতি সংবিধানে জাতীয় নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে করার যে “ক্লজ” ছিল তা সংশোধন করে সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দেয়ার পদ্ধতি পুন: স্থাপন করা হলো যার প্রতিবাদে হয়েছিল রক্তক্ষয়ী আন্দোলন, কিন্তু সরকারের এতে কোন রূপ চৈতন্য আসে নাই। বরং এক তরফা জাতীয় নির্বাচনের প্রভাব পড়ে স্থানীয় পর্যায়ে নির্বাচনের উপর। স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপি প্রার্থী জয়ী হয়েছে সেখানে মামলা মোকদ্দমা দিয়ে বরখাস্ত ও নাজেহাল করা হয়েছে। শুধু মাত্র বিএনপি নামধারী কুমিল্লার মনিরুল আলম ছক্কুর মত যারা প্রধানমন্ত্রীর পা ধরে সালাম করতে পারে তারাই রেহাই পেয়েছে জেল জুলুম ও বরখাস্ত থেকে। একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের লেবাস পড়ে কি ভাবে বিরোধী দলকে পীজঢালা পথের মত নিষ্পেষিত করতে হয় তা ভবিষ্যত প্রজন্ম এ সরকারের রেখে যাওয়া কর্ম থেকে রিসার্স করে ডকটরেট ডিগ্রী লাভ করতে পারবে। (চলবে) লেখক এ্যাডঃ তৈমূর আলম খন্দকার কলামিষ্ট ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মোবাঃ ০১৭১১-৫৬১৪৫৬ E-mail: [email protected]  
এই বিভাগের আরো খবর