মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত পিতার মৃত্যু

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : প্রতিদিনই মাদকের টাকার জন্য সংসারে ঝগড়া করতো  ইব্রাহিম(৫৫)।  রোববার মাদকের টাকার জন্য ঘরের মধ্যে ইব্রাহিমের সাথে ঝগড়া হয়  ছেলে ফয়সাল (২৬)এর  সাথে। এক পর্যায়ে হাতে ছুরি নিয়ে ইব্রাহিম ছেলেকে আঘাত করতে যায়। কিন্তু সেই ছুরি দিয়েই ছেলের হাতে খুন হয় মাদকাসক্ত ইব্রাহিমর। রোববার বিকালে ফতুল্লার হাজীগঞ্জ  এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা গেছে, ইব্রাহিম পেশায় ছিল একজন রিক্সা চালক। স্ত্রী কয়েক বছর আগে বিদেশ চাকুরী নিয়ে চলে   যায়। ইব্রাহিমের সংসারে ৩ ছেলে ২ মেয়ে।  সে প্রায় সময় মাদকের টাকার জন্য  ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ করতেন। রোববার বিকেলে  ইব্রাহিম বাসায় প্রবেশ করে  ছেলে ফয়সালের কাছে মাদকের টাকা চায়। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ইব্রাহিম একটি ছুরি নিয়ে  ছেলে ফয়সালকে আঘাত করতে যায়। পরে ফয়সাল তার পিতার হাতের ছুরি নিজের কব্জায় নিয়ে নেয়। এরপর ছেলে ফয়সাল ছুরি হাতে নিয়ে ইব্রাহিমের বুকে, পিঠে  ও মাথায় উপুর্যপুরি ১০/১২টি আঘাত করে । এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। পুলিশ  ফয়সালকে গ্রেপ্তার করেছে।  নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার হিরোইনি গ্রামে।  সে হাজীগঞ্জ এলাকায় অনেক বছর যাবৎ বসবাস করছে।  ফয়সাল ফতুল্লার বিসিক এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীর ওভারলক অপারেটর। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পিএসআই সাইফুর রহমান বলেন, নিহত ইব্রাহিম ছিল একজন মাদকাসক্ত।  মাদকের টাকার জন্য প্রায়ই সংসারে সে ঝগড়া করতো। ছেলে ফয়সালের ছুরিকাঘাতে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিভাগের আরো খবর