বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পুলিশী বাধা উপেক্ষা করে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : খালেদার কার্যালয়ে পুলিশি তল্লাশীল প্রতিবাদে পুলিশী বাধা উপেক্ষা করে শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবদল নেতাকর্মীরা। রোববার (২১ মে) দুপুরে জিমখানা আলাউদ্দিন খান ষ্টেডিয়াম থেকে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন এবং মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে ডিআইটি চত্বরে এসে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। বিক্ষোভ সমাবেশে মোশারফ বলেন, খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করতেই এ ধরনের তল্লাশি। পুলিশ দিয়ে বাধা দিয়ে বেশীদিন আর ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে। সময় এখন শেষ, গনতন্ত্রের বিজয় এখন সময়ের ব্যাপার। খোরশেদ বলেন, এই দিন দিন নয় আরো দিন আসবে। পালিত পুলিশ দিয়ে নয়, আগামীতে যুবদলের নেতাকর্মীরা আওয়ামীলীগের প্রতিটি অফিস তল্লাশি করবে ইনশাআল্লাহ্। উস্কানির জবাব উস্কানি দিয়েই হবে। আওয়ামী লীগ ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে। তাই তারা সভ্যতা ভুলে গিয়ে হীন কাজে লিপ্ত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,  মহানগর যুবদলের যুগ্ম সানোয়ার হোসেন,আহবায়ক রানা মুজিব, মনোয়ার হোসেন মন্তু, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান, মহানগর যুবদল নেতা আমির হোসেন, গাজী মনির, দুলাল হোসেন, ফয়সাল, অলিউজ্জামান পিন্টু, আক্তার, রিটন দে, মাহবুব হাসান জুলহাস, আল আমিন খান, আল মামুন, মনির অপু, শহিদ, ওসমান, রানা, জানে আরম দুলাল, শওকত খন্দকার, জেলা  যুবদলের শাহ আলম মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, কাদির মিয়া, ফতুল্ল¬া থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আড়াইহাজার থানার সভাপতি জুয়েল আরমান, সাধারণ সম্পাদক ইয়াসিন নোবেল,  রুপগঞ্জ থানার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, জেলা যুবদল নেতা যাবের আলী, সালাহউদ্দিন মোল্ল¬া, খোরশেদ আলম, রোবেল, জুম্মান সরকার প্রমুখ। সমাবেশে অন্যান্য বক্তারা বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই বিভাগের আরো খবর