শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

আপত্তিকর ছবি ফেইসবুকে আপলোডের হুমকী দিয়ে স্কুলছাত্রী অপহরণ : আটক ১

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজার উপজেলায় ১০ম শ্রেনীর এক ছাত্রীর আপত্তিকর ছবি গোপনে তুলে তা ফেইসবুকে আপলোডের হুমকী দিয়ে তাকে ডেকে নিয়ে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরনের আগে অপহৃতা পরিবারের উদ্দেশ্যে একটি চিরকূট লিখে যায়। চিরকুটের সূত্রধরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাইম নামে এক যুবককে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার ঝাউগড়া এলাকায়। আটক ফাইম ওই এলাকার জামালউদ্দিনের ছেলে। এ ঘটনায় অপহৃতা ওই ছাত্রীর বাবা মোশারফ থানায় একটি মামলা দায়ের করেছেন। অপহৃতার পিতা মোশারফ জানান, বেশ কিছু দিন ধরে ঝাউগড়া এলাকার ফাইমসহ আরও কিছু বখাটে যুবক তার মেয়ে অপহৃতা ওই স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার-আসা সময় উত্যক্ত করত এবং মোবাইলে গোপনে লাবন্যের আপত্তিকর ছবি উঠাতো। এক পর্যায়ে বখাটেরা তাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে তা প্রত্যাখান করা হলে ফেইসবুকে আপত্তিকর ছবি আপলোড করার হুমকী দিয়ে তাকে ব্লাকমেইল করতে থাকে। রোববার সকালে ফাইম অপহৃতাকে ছবি ফেরত দেয়ার কথা বলে এক বন্ধুর বাসায় যেতে বলে। লোকলজ্জার ভয়ে ফাইমের কথামতো দেখা করতে গিয়ে সে অপহরণের শিকার হয়। সেখানে যাওয়ার আগে অপহৃতা পরিবারের উদ্দেশ্যে একটি চিরকূট লিখে যায়। এদিকে অপহরণকারীর পিতা জামালউদ্দিন বলেন, আমিও চাই মেয়েটিকে উদ্ধার করা হোক। আমার ছেলে অপরাধী হলে আমি তার শাস্তির দাবী করছি। আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলায় হয়েছে। ভিকটিমের বাড়ি থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। তাতে ফাইম নামে এক যুবকের নাম লিখা রয়েছে। ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অপহৃতাকে উদ্ধারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর