বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালন করেছে পায়ে চালিত রিক্সা চালক এবং মালিক সমিতির নেতৃবৃন্ধরা। রবিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় পায়ে চালিত রিক্সা শিল্পকে বাঁচাতে সিদ্ধিরগঞ্জ থানা রিক্সা পরিবহন মালিক সমবায় সমিতির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ধর্মঘট কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা রিক্সা পরিবহন মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান বিশ্বাসের নেতৃত্বে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট এলাকা থেকে একটি মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়কে ১৫/২০ মিনিট বিক্ষোভ করে তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে সমাবেশ করেন। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পরে যাত্রী সাধারন। সিদ্ধিরগঞ্জ থানা রিক্সা পরিবহন মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান বিশ্বাস তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পায়ে চালিত রিক্সার চাকার নিচে পরে কোন লোক মারা গেছে এমন কোন নজিন নেই। বর্তমানে ব্যাটারী চালিত অটো রিক্সার দূর্ঘটনার কারনে সড়ক ও মহাসড়কে একের পর এক মানুষ প্রান হারাচ্ছেন এবং হতাহত হচ্ছেন। গত বছরে গোধনাইল সফুরা খাতুন স্কুলের একজন ছাত্র রাস্তা পারা-পারের সময় ব্যটারী চালিত অটো রিক্সার চাকার নিচে পরে মারা যায়। বেপরোয়া গতিতে ব্যাটারী চালিত অটো রিক্সা চালানোর কারনে প্রতি নিয়তই ঘটছে দূর্ঘটনা। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডঃ সেলিনা হায়াত আইভী সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পায়ে চালিত রিক্সার মালিকদের নিকট থেকে ২০১৪-২০১৫অর্থ বছরে ৬’হাজার রিক্সার লাইসেন্স নবায়নের জন্য ১’কোটি টাকার টেক্স নেয়। বর্তমানে ২০১৫-২০১৬ থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ২’ বছরের নবায়ণ চলছে। কিন্তু ব্যাটারী চালিত অটো রিক্সা সিটি কর্পোরেশন কোন প্রকার ট্যাক্স না দিলেও তাদের জন্য সড়কে পায়ে চালিত রিক্সা চালকরা চলতে পারে না। তাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। সমিতির নেতারা আরো বলেন, রিক্সা নবায়ন ফি বাতিলের জন্য মেয়র মহোদয়ের নিকট আমরা লিখিত আবেদন করার পরেও আরো ৯০’টাকা বেশি নিয়ে মোট ১০৯০’টাকা করে নবায়ন ফি নিচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা রিক্সা পরিবহন মালিক সমবায় সমিতিরসহ-সভাপতি হাবিবুর রহমান, রুহুল আমিন, সাধারন সম্পাদক মনির হোসেন, কোষাধক্ষ নান্নু মিয়া, সদস্য কামাল ইবনে ইউসুফ, সুমন মিয়া, নাজমূল হোসেন, তোতা মিয়া, আবুল কাশেমসহ কয়েকশ মালিক।
এই বিভাগের আরো খবর