শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

স্কুল ছাত্রী অপহরন মামলার আসামীরা প্রকাশ্যে, আতংকে অপহৃতার পরিবার

প্রকাশিত: ২০ মে ২০১৭   আপডেট: ২০ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে অপহৃত ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি (১৩) অপহরনকারী আসামীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যার কারনে মামলার বাদী শিক্ষার্থীর বাবা ও তার পরিবার আতংকিত হয়ে  পরেছে। আসামী কর্তক অপহৃত শিক্ষার্থীর পরিবার হামলার শিকার হতে পারে বলে জানান মামলা বাদী আওলাদ হোসেন। এদিকে আসামীরা এলাকায় প্রকাশ্যে বিচরন করলেও রহস্য জনক কারনে আসামীদের গ্রেপ্তার না করায় পুলিশের ভুমিকা নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ দেখা দিয়েছে। অপর দিকে শিক্ষার্থীর সহপাঠি ও বিদ্যালয় কর্তপক্ষ আসামীদের দ্রুত গ্রেপ্তার করা দাবি জানিয়েছে। অন্যথায় আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দিয়েছে। তবে পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেল আহমেদ। জানা গেছে, গোদনাইল লক্ষীনারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি (১৩) বিদ্যালয়ে যাওয়ার পথে ৩০ এপ্রিল অপহরনের শিকার হয়। এ ঘটনায় ৫মে সিদ্ধিরগঞ্জ থানার ৭ জনকে আসামসী করে একটি নারী ও শিশু নির্যাতন এবং অপরনের মামলা হয় যার নং ৯। ৪ মে বৃহস্পতিবার ভোর রাতে এলাকাবাসী ৫নং আসামী টিটুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। প রে ১০ মে রাতে মামলার তদন্ত কারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল মোবাইল ট্রেকিং করে গাজীপুর বোর্ড বাজার এলাকা থেকে আফজাল নামে এক জনকে আটক করে। পরে বৃহস্পতিবার দুপুরে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে আটককৃত ব্যাক্তিকে ছেড়ে দেওয়া হয়। এর পর থেকে আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এ বিষয়ে কয়েক বার পুলিশকে অবহিত করলেও রহস্য জনক কারনে আসামীদের গ্রেপ্তার করছেনা পুলিশ জানায় মামলা বাদী আওলাদ হোসেন। এতে করে চরম নিরাপত্তার হীনতায় রয়েছে অপহৃত শিক্ষার্থীর পরিবার এমনি অভিযোগ করেছে মামলা বাদী। এদিকে অপহৃত শিক্ষার্থীর সহপার্ঠিরা বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা হোক। আসামী ধরতে পুলিশ কোন টালবাহানা করলে রাস্তা বন্ধ করে আন্দোলন ও মানববন্ধন করা হবে। অপর দিকে লক্ষীনারায়ণ বিদ্যালয়ের একাধিক অভিবাবক প্রতিনিধি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর অপহরনের ঘটনায় আসামী ধরতে পুলিশের উদাশিনতার লক্ষ্য করা গেছে। পুলিশ ভুমিকা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। আশা করবো দ্রুত সময়ের মধ্যে অপহরনকারীদের গ্রেপ্তার করবে পুলিশ। অন্যথায় রাজপথে নামতে বাধ্যহবো শিক্ষার্থীদের নিয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল আহমেদ জানান,আসামীরা প্রকাশ্য ঘুড়ছে আমার জানানাই। আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা হবে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভুমিকা রহস্যজনক দাবি করে এলাকাবাসী স্কুলশিক্ষার্থী, বিদ্যালয়ের অভিবাবক ও মামলার বাদী এ ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও র‌্যাবের  হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর