শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

গণতন্ত্রের পক্ষে জনগণ, আর জনতার পক্ষে রয়েছে বিএনপি : এ্যাডঃ তৈমূর

প্রকাশিত: ২০ মে ২০১৭   আপডেট: ২০ মে ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার কার্যালয় এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় তল্লাসী ও পুলিশী তল্লাসীর প্রতিবাদে চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেছেন, সরকার ও প্রধানমন্ত্রী মূখে মূখে গণতন্ত্র ও নির্বাচনে ল্যাবেল প্লেইং ফিল্ডের কথা যতই বলুন না কেন আবারো ২০১৪ সালের মত একটি এক তরফা নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতের জন্য অর্তকিতভাবে চেয়ারপার্সনের অফিসে নগ্নভাবে তল্লাসী ও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন যে, তিনি একটি বির্তকিত নির্বাচন ভবিষ্যতে দেখতে চানা না। পরবর্তী নির্বাচনের জন্য তার নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েই প্রধানমন্ত্রী বিএনপি’কে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্তে লিপ্ত হয়ে অত্যাচার নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করে চেয়ারপার্সনের ব্যক্তিগত অফিসে তল্লাসী চালিয়েছেন এবং এ জন্য আদালতকে ব্যবহার করা হয়েছে। আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে প্রধান বিচারপতি নিজেও ক্ষোভের সাথে মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, দেশে আইনের শাসন নাই। এ নেক্কার জনক তল্লাসী প্রধান বিচারপতির বক্তব্য সূর্যের আলোর মত সত্যতার উজ্জলতা নিয়ে প্রমানিত হয়েছে। সরকার ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ তৈমূর আলম খন্দকার আরো বলেন যে, মিথ্যা দিয়ে যেমন সত্যকে ঢেকে রাখা যায় না, অনুরূপ আদালত ও পুলিশকে ব্যবহার করে বিএনপি’কে ধ্বংস করা যাবে না। কারণ গণতন্ত্রের পক্ষে জনগণ এবং জনতার সাথে রয়েছে বিএনপি।
এই বিভাগের আরো খবর