শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

শ্রমিকরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে : পুলিশ সুপার মঈনুল হক

প্রকাশিত: ১ মে ২০১৭   আপডেট: ১ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, আমি ছাত্রবস্থায় থাকতে রাজপথে আপানাদের সাথে আন্দোলন করেছি। আমি আমার জায়গা থেকে এখনো আপনাদের সাথে কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জ শ্রমিকের তীর্থভূমি, পূণ্যভূমি। নারায়ণগঞ্জের শ্রমিকরা অনেক সংস্কৃতমনা। তারা আনন্দের সাথে তাদের কাজ করে। আমাদের গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস এ তাদের সকল জীবনীশক্তি দিয়ে আসে। ১০ বছরে গার্মেন্টস শ্রমিকদের অনেক উন্নতি হয়েছে। আপনাদের এখনো অনেক ক্ষোভ আছে। দেশ যদি উন্নতি হয় তবে আপনাদেরও উন্নতি হবে। এদেশ এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি আপনারা। এদেশকে এগিয়ে যাওয়ার পরিবেশ রাখতে হবে। শ্রমিকরা এগিয়ে গেলে এ দেশ এগিয়ে যাবে। মে দিবস সোমবার সকালে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গন থেকে “শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এক র‌্যালী ও র‌্যালী পরবর্তী সমাবেশের আয়োজন করে আঞ্চলিক শ্রম অধিদপ্তর। এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে এ সব কথা বলেন। এতে সার্বিক সহযোগীতা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া উপস্থাপক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী শ্রম পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক ও ইন্ডাষ্ট্রিয়াল-৪ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান। মালিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমইএর অর্থ বিষয়ক সহ-সভাপতি জি.এম.ফারুক। শ্রমিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউসার আহমেদ পলাশ, মোঃ মাইনুদ্দিন আহমেদ বাবলু, মোঃ কামরুল হাসান মুন্না, মোঃ আবুল খায়ের ভূঁইয়া মোহাম্মদ সাদেকুজ্জামান সহ প্রায় ৭৪ টি সংগঠনের নের্তৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর