বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বিকেএমইএ, বিজেএমইএ ও এফবিসিআই সব এক, কিন্তু শ্রমিকরা এক নয় : শ্রমিকনেতা পলাশ

প্রকাশিত: ১ মে ২০১৭   আপডেট: ১ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ বলেছেন,  যার নাই কিছুই নাই। শ্রমিকরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য বিভিন্ন গ্রুপিং করা হয়। গার্মেন্টস এ নেতার অভাব নাই কিন্তু কোন কর্মী নাই। প্রতিটি কারখানায় একটি করে ইউনিয়ন ও একটি করে ফেডারেশন থাকতে হবে। এর বেশি থাকলে তা শ্রমিকের স্বার্থ রক্ষা হবে না। এগুলো অনৈক্যের জন্য তৈরি হয়। বিকেএমইএ, বিজেএমইএ ও এফবিসিআই সব এক। কিন্তু শ্রমিকরা এক নয়। মে দিবস সোমবার সকালে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গন থেকে “শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এক র‌্যালী ও র‌্যালী পরবর্তী সমাবেশের আয়োজন করে আঞ্চলিক শ্রম অধিদপ্তর। এ সমাবেশে শ্রমিক প্রতিনিধি হিসেবে তিনি তার বক্তব্যে এ সব কথা বলেন। এতে সার্বিক সহযোগীতা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তিনি আরো বলেন, মে দিবস এক দিনে হয় নাই। অনেক সংগ্রামের মধ্য দিয়ে মে দিবস হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সকল দাবি আদায় হয় যার প্রমাণ এই মে দিবস। এই মে দিবস শিকাগোতে বাচ্চা শিশুর রক্তে রঞ্জিত। সারা বিশ্বে মে দিবস পালিত হলেও আমেরিকাতে মে দিবস পালিত হয় না। বাংলাদেশে ১৯৭১ সালে শ্রমিকরা স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল।  ২২ হাজার মালিক পরিবারের জন্য দেশ স্বাধীন হয় নাই। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া উপস্থাপক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী শ্রম পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক ও ইন্ডাষ্ট্রিয়াল-৪ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান। মালিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমইএর অর্থ বিষয়ক সহ-সভাপতি জি.এম.ফারুক। শ্রমিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউসার আহমেদ পলাশ, মোঃ মাইনুদ্দিন আহমেদ বাবলু, মোঃ কামরুল হাসান মুন্না, মোঃ আবুল খায়ের ভূঁইয়া মোহাম্মদ সাদেকুজ্জামান সহ প্রায় ৭৪ টি সংগঠনের নের্তৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর