বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

মে দিবসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের র‌্যালী

প্রকাশিত: ১ মে ২০১৭   আপডেট: ১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের  (রেজি: নং বি-১৬৬৫) সাইবোর্ড শাখার উদ্যোগে ন্যায্য অধিকার আদায়ের দাবীতে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে  । সোমবার বেলা ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ব ও নারায়ণগঞ্জ লিংক রোডে এ র‌্যালীটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইবোর্ড শাখার সভাপতি  শ্রমিকনেতা শাহ্ মো: মাহিনুর (সানী)’র নেতৃত্বে শ্রমিকরা ব্যানার, ফেস্টুন সহকারে মিছিল নিয়ে র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিতালী মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের সাইনবোর্ড লিংক রোড প্রদক্ষিন করে মহাসড়কের সানারপাড় এলাকা হয়ে সাইনবোর্ড মিতালী মার্কেটে ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অনেক শ্রমিক বাদ্য-বাজনা নিয়ে এ র‌্যালিতে যোগ দেয়। তাদের মাথায় মাথায় লাল ফিতা বাঁধা ছিলো। শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে স্লোগান দেয়। অধিকার আদায়ের দাবিতে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছে তারা। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইবোর্ড শাখার সম্পাদক এ আর জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো: হানিফ, মো: মিজান মিয়া, যুগ্ন সম্পাদক আবুল হোসেন ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক মো: দাদন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জসিম, কার্যকরী সদস্য মাসুম ও সাব্বিরসহ বিপুল সংখ্যক শ্রমিক। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালনের ১৩১তম বার্ষিকী আজ সোমবার। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিন। বাংলাদেশেও আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।’
এই বিভাগের আরো খবর