মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে মহান মে দিবসে জেলা মটর ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের র‌্যালী

প্রকাশিত: ১ মে ২০১৭   আপডেট: ১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : মহান মে দিবস উপলক্ষে জেলা মটর ওযার্কসপ মেকানিক্স ইউনিয়নের  (রেজি: নং-৪৬৬৬) উদ্যোগে ন্যায্য অধিকার আদায়ের দাবীতে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে  । সোমবার বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ উপ-কমিটির সৌজন্যে এ র‌্যালীটি অনুষ্ঠিত হয়। জেলা মটর ওযার্কসপ মেকানিক্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রমিকনেতা আব্দুল জব্বার ও সাধারন সম্পাদক এমএ রবের নেতৃত্বে এবং কার্যকরী সভাপতি খলিলুর রহমানের সার্বিক তত্ত্ববধানে শ্রমিকরা ব্যানার, ফেস্টুন, প্রতিকি যন্ত্রাংশ সহকারে মিছিল নিয়ে র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ্ বাংলা ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের কাঁচপুর ব্রীজের নিচ দিয়ে ঘুরে ওয়াপদা ক্যানেলপাড় বাইপাস সড়ক দিয়ে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক প্রদক্ষিন করে হিরাঝিল এলাকা হয়ে আবার ডাচ্ বাংলা ব্যাংকের পিছনে ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অনেক শ্রমিক বাদ্য-বাজনা নিয়ে এ র‌্যালিতে যোগ দেয়। তাদের হাতে প্রতিকি মেকানিক্স যন্ত্রাংশ আর মাথায় লাল ফিতা বাঁধা। শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে স্লোগান দেয়। অধিকার আদায়ের দাবিতে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছে তারা। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মটর ওযার্কসপ মেকানিক্স ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি সেন্টু বেপারী, সহ-সাধারন সম্পাদক মো: রিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আ: বাতেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক শেখ জমির আলী, নারায়ণগঞ্জ শহর উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সোহাগ, কার্যকরী সভাপতি বিল্লাল হোসেন, পঞ্চবটি উপ-কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোরশেদ, কার্যকরী সদস্য মনির হোসেন মনু, সিদ্ধিরগঞ্জ উপ-কমিটির সহ-সভাপতি মো: ইউনুছ, সহ-সাধারন সম্পাদক সোহাগ রাজ, যুগ্ন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বাদশা, অর্থ সম্পাদক মোস্তফা কামাল রাজু, কার্যকরী সদস্য বশির আহমেদ, আলামিন, কামাল, আ: মালেক ও দেলোয়ারসহ বিপুল সংখ্যক শ্রমিক। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালনের ১৩১তম বার্ষিকী আজ সোমবার। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিন। বাংলাদেশেও আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।’
এই বিভাগের আরো খবর