বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ভাড়াটিয়াদের গতিবিধির উপর খেয়াল রাখতে হবে : পুলিশ সুপার মঈনুল

প্রকাশিত: ১ মে ২০১৭   আপডেট: ১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম: যে সমস্ত বাড়িতে নতুন ভাড়াটিয়া আসবে তাদের গতিবিধি আশপাশের প্রতিবেশিদের খেয়াল করতে হবে।  নতুন ভাড়াটিয়াদের কার্যক্রম কি সেদিকেও নজর রাখতে হবে প্রতিবেশীদের। সন্দেহ জনক ব্যাক্তিদের তথ্য পুলিশকে জানাতে হবে । এতেই জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠন করতে অনেকটা কাজ হবে। ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে না’গঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক পিপিএম এসব কথা বলেন।  সোমবার (১ মে) সকাল ১১ টায় ফতুল্লার পুলিশ লাইনস্থ আফাজনগর এলাকায় এ কর্মসূচীর  উদ্ভোধন করা হয়। জঙ্গিবাদ মুক্ত দেশ এখন সময়ের দাবী । তারই ধারাবাকিতায়  সোমবার সকালে নারায়ণগঞ্জের আফাজনগরে উদ্ধোধন করা হয়েছে  ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণ কর্মসূচী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-কারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,সহ-পুলিশ সুপার মতিয়ার রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ফারুক হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল)  মো.শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার( ‘গ’ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিন, ওসি (তদন্ত)শাহজালাল, ওসি (ইন্টিলিজেন্ট) শেখ সাদী, ওসি (অপারেশন ) মজিবুর রহমান প্রমুখ।  এ সময় আফাজনগর আবাসিক এলাকার কমিউিনিটি পুলিশের সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে আরো বলেন,  ভাড়াটিয়াদের তথ্য ফরম পূরণের মাধ্যমে জানা যাবে কে কোথায় অবস্থান করছেন। আপনারা খেয়াল রাখবেন, জঙ্গী কার্যক্রমে সাধারণত জড়িয়ে পড়ে যুবক ও যুবতীরা।  আরো খেয়াল রাখবেন জঙ্গীদের ঘরে তেমন কোন আসবাবপত্র থাকে না। খেয়াল রাখবেন, তাদের সন্তানকে তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়াও করায় না, এমনকি তারা মসজিদে জামাতে নামাজও পড়ে না। এসমস্ত ভাড়াটিয়াদেরকে আপনারা সনাক্ত করবেন। কারণ পুলিশের একার পক্ষে জঙ্গীদের গতিবিধি খেয়াল রাখা সম্ভব হয়ে উঠে না । তাই পুলিশকে স্থানীয় ব্যাক্তিবর্গ ও  কমিউনিটি পুলিশের সদস্যরা বিভিন্ন তথ্য দিয়ে  সহযোগীতা করবেন । বিশেষ করে নারায়ণগঞ্জকে আপনাদের সহযোগীতায় জঙ্গীবাদ মুক্ত করতে চাই। তথ্য ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধনের পর পুলিশ সুপার মঈনুল হক আফাজনগর এলাকার বেশ কয়েকটি বাড়ির ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণ করেন।
এই বিভাগের আরো খবর