মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

আড়াইহাজারে বালু সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত ৫, উত্তেজনা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুৃগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় বালু সন্ত্রাসীরা এলাকাবাসীর উপর হামলাসহ গুলি বর্ষন করেছে। গুলিতে ইউপি সদস্য সহ ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতরা হলো- রফিক মেম্বার, আলামিন, দুলাল, খাজা, নূর আলামিন। রোববার সকালে মেঘনা নদীতে উপজেলার খাগকান্দা ইউনিয়ন অংশে খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ি সংলগ্ন নতুন ভেসে ওঠা সদ্যার চরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা স্পিটবোর্ড যোগে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ৪ ঘন্টা খেয়াপারাবার বন্ধ ছিল, এলাকায় বিরাজ করছে উত্তেজনা । এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে উপজেলার খাগকান্দা ইউনিয়ন অংশে খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ি সংলগ্ন নতুন ভেসে ওঠা সদ্যার চরে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাইজুল হক ডালিম ও তার ডান হাত হিসেবে পরিচিত কদমীরচর এলাকার জয়নাল, খোকন, ইয়াছিন, রোবেল, মধ্যারচর এলাকার জলিল, জসু, সফিকুলসহ একটি সংঘবদ্ধদল বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। এতে খাগকান্দা এলাকায় মেঘনা নদী ভাঙ্গনের আশংকা দেখা দেওয়ায় এলাকাবাসী তাদেরকে বালু উত্তোলনে নিষেধ করে। কিন্তু বালু সন্ত্রাসীরা বাঁধা অমান্য করে বালু উত্তোলন করতে থাকলে রোববার সকাল ১০টায় খাগকান্দা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের ও এই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য রফিকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার নিযে বালু সন্ত্রাসীদের মেঘনায় ধাওয়া দেয়। এতে বালু সন্ত্রাসীরা সাময়িক পিছু হটলেও কিছুক্ষন পরে তারা তিনটি স্প্রিটবোর্ড যোগে এসে এলাকাবাসীকে লক্ষ্য করে ছড়া গুলি ও ককটেল ছুড়তে থাকে। সন্ত্রাসীদের নিক্ষেপিত ককটেল পানিতে পরলেও ছড়াগুলিতে রফিক মেম্বার, আলামিন, দুলাল, খাজা, নূরালামিন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এলাকাবাসী বেশ কয়েকটি ট্রলার যোগে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। মেঘনায় গোলাগুলির ঘটনায় আতংকিত হয়ে খেয়া পারাবারের লোকজন দৌড়ে ছুটাছুটি করে পালাতে থাকে। এতে ৪ঘন্টা খাগকান্দা খেয়া পারাবার বন্ধ থাকে। খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছোড়া গুলিতে তার এলাকার রফিক মেম্বার সহ ৫/৬জন আহত হয়েছে তবে তারা আশংকা মুক্ত। খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বালু সন্ত্রাসীদের গুলিতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা স্পিটবোর্ড যোগে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই বিভাগের আরো খবর