মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

বন্দরে ফেক্সিলোড দোকনে সন্ত্রাসী হামলা, ভাংচুর : ৫ লাখ টাকার ক্ষতি সাধন

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ৩০ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : ফ্লেক্সিলোড না দেওয়ার অপরাধে  জান্নাত টেলিকমে সন্ত্রাসী হামলা  ব্যাপক ভাংচুরসহ প্রায় ৫ লাখ টাকা ক্ষতি সাধন করেছে। রোববার বেলা ১১টায় বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ হাজী ইসহাক বেপারী মার্কেটে এ হামলা ঘটনাটি ঘটে। হামলাকারিদের বাধা দিতে গিয়ে দোকানদার জুয়েল (৩০) ও মামুন (২৮) আহত হয়। আহতদের স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে মঞ্জুর আহাম্মেদ মুন্না বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে ২ জনের নাম উল্লেখ্য করে এবং ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী মঞ্জুর আহাম্মেদ মুন্না ভগ্নিপতি দড়িসোনাকান্দা এলাকার সিরাজ প্রধানের ছেলে জুয়েল উক্ত এলাকায় জান্নাত টেলিকম নামে একটি দোকান র্দীঘ দিন ধরে পরিচালনা করে আসচ্ছে। এ সুবাদে রোববার বেলা ১১টায় সোনাকান্দা এলাকার বশির আহম্মেদ মিয়ার বখাটে ছেলে সাদ্দাম ও একই এলাকার বাদল মিয়ার ছেলে বখাটে সুমিত দড়িসোনাকান্দা এলাকায় জান্নাত টেলিকমে আসে ফ্লিক্সিলোড করতে। তখন দোকানদার ফ্লেক্সিলোডের টাকা শেষ বলে তাদেরকে জানালে ওই সময় ২ বখাটে ক্ষিপ্ত হয়ে দোকানদারে সাথে র্তকে জরিয়ে পরে। এতে করে  উল্লেখিত ২ বখাটে যুবক ক্ষিপ্ত হয়ে দোকান ভাংচুর করে দেড় লাখ টাকা ক্ষতি সাধন করে। এবং সে সাথে ক্যাশে থাকা বিকাশের ৪ লাখ টাকা ও মার্কেট সমিতির নগদ ১ লাখ টাকাসহ দোকানের বিভিন্ন কোম্পানীর ১২টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ওই সময় দোকানী জুয়েল ও মামুন হামলাকারিদের বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে হামলাকারি রা। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই বিভাগের আরো খবর