শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ওসমান গনির খুনি পরিবারকে এলাকায় ঢুকতে দেয়া হবে না

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ২৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরে কামতাল গ্রামের দুধ বিক্রেতা ওসমান গনি হত্যাকান্ডের এক বছর অতিবাহিত। ওসমান গনির মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকালে কামতাল বালু মাঠে এক মিলাদ মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক নূরুজ্জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে  নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির  নেতা দুলাল সাহা। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউপি ৩নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ, ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম সিরাজ,  সমাজ সেবক মোহাম্মদ আলী মোল্লা, আওয়ামীলীগ  নেতা আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন, আলাউদ্দিন, রাসেল আহম্মেদ, মহিউদ্দিন, সাখাওয়াত উল্লাহ, মোক্তার হোসেন, ফুয়াদ প্রধান, স¤্রাট প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, ওসমান গনির খুনি রুহুল আমিন ওরফে আমিন ও তার স্ত্রী সাফিয়া বেগমসহ পরিবারকে এলাকায় ঢুকতে দেয়া হবে না। পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ফজলুল হকের বোন সাফিয়াকে বিয়ে রুহুল আমিন। মাদক ব্যবসায়ী পরিবারের সাহসে ওসমান গনিকে খুন করা হয়েছে। সভায় আরও বলেন, জামিনে মুক্ত আসামী বেনসন সোবান, হানিফা ও আমিনের স্ত্রী সাফিয়া মিলে নিহত ওসমান গনির এক মাত্র ছেলে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবি সহকারী  ইব্রাহিম সুমনকে  হত্যার পায়তারা করছে। নিহত ওসামন গনির বাড়িতে ডাকাতি সংঘঠিত করে  সুমনকে  হত্যা করা হবে বলে এমন গুঞ্জন সাধারণ মানুষের  মূখে মূখে। প্রধান অথিতির বক্তব্যে দুলাল সাহা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ওসমান গনি হত্যাকান্ডের এক বছর অতিবাহিত। কিন্তু পুলিশ কোন কার্যকর ভুমিকা দেখা যায়নি। এ ব্যাপারে  মে দিবসে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রিয়  নেতাদের উপস্থিতিত্বে আলোচনা করা হবে।
এই বিভাগের আরো খবর