বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

গ্যাসের মূল্যবৃদ্ধির ইস্যু: আনোয়ার হোসেনের বক্তব্যে শহরে সমালোচনার ঝড়

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনে এমন মন্তব্যে শহরের সর্বত্র তোলাপাড় শুরু হয়েছে। অনেকেই তার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সমালোচনা করেছেন। তিনি অমন মন্তব্য করে একজন অসুস্থ মানসিকতার মানুষ হিসেবে নিজেকে পরিচিত করেছে বলেও অনেকে মন্তব্য করেছেন। তিনি সরকারের পক্ষ নিয়ে বলেছেন, ‘গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে’। প্রশ্ন উঠেছে, গ্যাসের মূল্যবৃদ্ধিতে পুরো দেশবাসী যখন ক্ষুব্ধ-বিক্ষুব্ধ, তখন তিনি এমন সিদ্ধান্তকে কীভাবে সঠিক সিদ্ধান্ত বললেন ? গ্যাসের মূল্য বৃদ্ধিতে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন বৃহস্পতিবার বলেছিলেন, ‘আওয়ামী লীগ জনগনের দল, তাই আওয়ামী লীগের সরকারও জনগণের সরকার। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি মনে করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’ শুধু তাই নয়; তিনি আরও বলেছিলেন, ‘এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, জনগণ গ্যাস ব্যবহারে সচেতন হবে, পাশাপাশি সিলিন্ডার গ্যাস ব্যবহারে আগ্রহ বাড়বে।’ বিশিষ্টজনরা আগের থেকেই বলে আসছিল, সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে গ্যাসের দাম সরকার দু’দফা বৃদ্ধি করেছে। তাদের এমন অভিযোগ যে অমূলক নয়, ক্ষমতাসীন দলের নেতা আনোয়ার হোসেনের বক্তব্যে তেমনটিই প্রতীয়মান হয়েছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্টজন সহ সাধারণ মানুষ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আব্দুল হাই আনোয়ার হোসেনের বক্তব্যকে সমর্থন করেন কিনা জানতে চাইলে তিনি কিছুটা দ্বিধায় পড়ে যান। কিছুক্ষণ আমতা আমতা করে বলেন, প্রশ্নটা কঠিন, তবে এ ব্যাপারে কোনো মন্তব্য না করাই ভালো। জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এমনিতে গ্যাস নেই, তার ওপর গ্যাসের দাম বৃদ্ধি করে তারা জনগণের পকেট কাটার ধান্ধা করেছে। যা সম্পূর্ণ অনৈতিক। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল বলেন, সরকারের দুর্নীতি আর লুটপাটে ভর্তুকির দায়ভার চাপাতে গ্যাসের মূল বৃদ্ধি করা হয়েছে। এবং সরকার সেটাকে সঠিক বলেও বক্তব্য দিচ্ছে। আনোয়ার সাহেব তো সরকারেরই একটি অংশ। তিনি তো সরকারের সাফাই গাইবেনই। জনগণই এর সঠিক জবাব দিবে। শুধু রাজনৈতিক নেতারাই নন। আনোয়ার হোসেনের অমন মন্তব্যে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট নাগরিক সমাজসহ সাংবাদিক মহলও। তারা মনে করেন, তিনি অমন বক্তব্য না দিয়ে এড়িয়েও যেতে পারতেন। তারমত একজন জনপ্রিয় জননেতার মুখ থেকে অমন বক্তব্য সাধারণ মানুষ আশা করেন না। নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক মহানগর আওয়ামী লীগের সভাপদি আনোয়ার হোসেনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মাত্র দেড় বছর পূর্বে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরমধ্যে আবার গ্যাস সংকট। তার ওপর গ্যাসের মূল্য বৃদ্ধি মানেই মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়া। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী হলেই যে দলের অনৈতিক সিদ্ধান্ত মেনে নেব এবং সেটিকে সমর্থন করব, এটি ঠিক নয়। আমি আনোয়ার হোসেনের বক্তব্যের সাথে একমত নই। সিনিয়র সাংবাদিক ও দৈনিক খবরের পাতা’র সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে জনবিরোধী কোনো মন্তব্য তিনি করতে পারেন না। সে হিসেবে তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রেসক্লাব সভাপতি ও একজন গণমাধ্যমকর্মী হিসেবে তার ওই মন্তব্যের কারণে তাকে অসুস্থ মানুষ বলেই আখ্যায়িত করছি।
এই বিভাগের আরো খবর