শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁ পৌরসভার কর্মচারী-কর্মকর্তাদের মানববন্ধন

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ২৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনারগাঁ) : সরকারী কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে বুধবার দুপুরে কর্মবিরতি দিয়ে সোনারগাঁ পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের বেতনভাতা ও পেনশন পৌরসভার নিজস্ব অর্থায়নে দেওয়া হয়। অথচ সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা ও পেনশন হয় সরকারী কোষাগার থেকে। আমাদের ক্ষেত্রে সরকারের এই দ্বৈত নীতির প্রতিবাদে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন। অবিলম্বে সরকারী কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন দাবি করছি। সরকার আমাদের দাবি না মানলে সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৃহত্তর আন্দোলনে অংশগ্রহন করব। এসময় মানববন্ধনে অংশগ্রহন করেন উপ সহঃ প্রকৌশলী আতিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রসাসনিক কর্মকর্তা আহম্মেদ হোসেন,কর নির্ধারক রাসেল মোল্লা,টিকাদানকারী কর্মকর্তা কার্নিজ ফাতেমা প্রমুখ।
এই বিভাগের আরো খবর