শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

কাল বৈশাখী ঝড়ে বন্দরে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ২৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ডটকম (বন্দর) : অতিরুক্ত যাত্রী নিয়ে শীতলক্ষা নদী পাড়ি দেওয়ার সময় কালবৈশাখী ঝড়ে কবলে পরে যাত্রীবাহী ট্রলার ডুবি ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টায় নবীগঞ্জ খেয়াঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলার ডুবির সঙ্গে সঙ্গে দুটি ট্রলার যোগে খেয়াঘাটের মাঝি, ও এলাকাবাসী যাত্রীদের উদ্ধার করে। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড় থেকে যাত্রী বোঝাই করে একটি ট্রলার পূর্বপাড়ে আসার সময় ঝড়ের কবলে পরে। এ সময় আতংক গ্রস্ত যাত্রীদের নড়াচড়া ও হুড়োহুড়িতে ট্রলারটি ডুবে যায়। দূর্ঘটনার পর স্থানীয়রা দুটি ট্রলার দিয়ে ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী  আল আমিন জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে তারা নদী পারাপারের জন্য খেয়া ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীবাহী ট্রলারটি নদীর পশ্চিমপাড় থেকে যাত্রী নিয়ে পূর্বপাড়ে আসার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে।  এবং হঠাৎ যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।  ট্রলার ডুবে যাওয়ার সাথে সাথে  স্থানীয়দের সহায়তায় দুটি ট্রলার যোগে ট্রলার যাত্রীদের উদ্ধার করে । তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা এ ব্যাপারে তারা কিছু জানাতে পারেনি। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। র্দূঘটনার ঘটনার পর পর বন্দর থানার ওসি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা  ঘটনাস্থল পরির্দশন করেছে।
এই বিভাগের আরো খবর