বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সোহাগপুর মিলের ৩৩হাজার ভোল্টেজ বিদ্যুত সংযোগ স্থাপনের চেস্টা

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

বন্দর প্রতিনিধি : বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলের ৩৩ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক সংযোগ স্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে চৌরাপাড়া এলাকাবাসী। শুক্রবার সকাল থেকে মিল কর্তৃপক্ষ ৩৩ হাজার ভোল্টেজের সংযোগ স্থাপনের জন্য প্রাথমিক প্রক্রিয়া চালুর চেষ্টা করলেও উত্তেজিত এলাকাবাসীর তোপের মুখে তারা সটকে পড়ে। এদিকে চৌরাপাড়া হয়ে সোহাগপুর টেক্সটাইল মিলের ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ স্থাপন বন্ধের দাবিতে এলাকাবাসী সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। স্থানীয় কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই প্রতিবাদ সমাবেশ শুরু করে। সমাবেশপূর্বক মিছিলে উত্তেজিত এলাকাবাসী ‘‘ইসহাক খানের দুই গালে জুতা মারো তালে তালে”,সোহাগপুরের দালালেরা হুশিয়ার সাবধান। একটা একটা দালাল ধর ধইরা ধইরা জবাই কর। ইত্যাদি শ্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলেন। মিছিলটি সোহাগপুর টেক্সটাইল মিলের প্রধাণ ফটকের সামনে গিয়ে অবস্থান করে বিক্ষোভে ফেটে পড়ে। এতে অংশ নেন কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো: আব্দুল আলী, স্থানীয় সমাজ সেবক হাজী মোহাম্মদ আলী, হাজী কাশেম মাষ্টার, মোঃ শাহজালাল, মো: সাব্বির,এড. ইউনূস জামাল, মোঃ কলিমুল্লাহ,এড.রিপন, ইঞ্জিঃ মাজহারুল ইসলাম নিজাম, মোঃ শাখাওয়াত হোসেন শাখা, মনির হোসেন,মো: সোহাগ,আমজাদ হোসেন,মো: পায়েল, মনির মিয়া,মোঃ সাগর,মোঃ নয়ন,মোঃ পলাশ,আফজাল হোসেন,মোঃ আবু,মোঃ আরিফ,ইকবাল হোসেন,মোঃ দিপু, রিফাত,মোঃ বাবুল, মো: রাসেল, মো: সাঈদ,মো: লিটন, মো: শুভ, মো: আল, মো: মাসুম, মো: আল আমিন মোঃ শাকিল, মোঃ নিজাম, মোঃ আমানউল্লাহ, মোঃ মজনু, সোহেল মোল্লা, ছবির মোল্লা, মো: ফয়সাল, মো: মারোয়ান, মো: আনোয়ার মোল্লা, আকবর বেপারী, মো: কাওসার, মো: মুন্না, মো: তাহের, মো: রুবেল, মো: রমজান, মো: মোক্তার, মো: মোস্তাক, মো: শাহজাহান, মো: সাদ্দাম, মো: পারভেজ, মো: টুটুল, মো: আলমগীর, মোঃ আসলাম, মো: মারুফ, মো: আক্তার মোল্লা,শাহ আলম, মোঃ টিটু রাতুল, মো: আলাউদ্দিন, মো: মহসিন মিয়া, মো: জাকারিয়া, মো: অনিক, মো: মোসলেম, মো: মোত্তার হোসেন, মো: দেলু, মো: মমিন, মো: রাজিব, মো: হাবিব, মো: জয় প্রমূখ। এদিকে এ মিছিলের পর পরই এলাকায় শিল্পাঞ্চল পুলিশের একটি ইউনিট মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায়।
এই বিভাগের আরো খবর