শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ফতুল্লা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মটরসাইকেল উদ্ধার

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : ফতুল্লা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শিবু মার্কেট এলাকা থেকে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নরসিংদীর পলাশ থানার সুলতানপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে করিম ভূইয়া শেখ (৩০), আব্দুল আজিজের ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও একই থানার উত্তর চরপাড়ার মৃত বাবর আলীর ছেলে ইদ্রিস আলী (৪৩)। গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, উদ্ধারকৃত মোটর সাইকেলটি নারায়ণগঞ্জের ব্যবসায়ী সালাউদ্দিনের। মোটরসাইকেলটি ৯ মাস আগে চুরি করে নিয়ে যায় ওই চক্রটি। এ ঘটনায় সালাউদ্দিন ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছিলেন। মামলার সূত্র ধরে পুলিশ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রটিকে চিহ্নিত করে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এসব সিন্ডিকেট চক্রের সদস্যরা কৌশলে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে দেয়। এমনকি অনেকে চোরদের লালন পালন করে মাসিক বেতন দিয়ে মোটরসাইকেল চুরি করিয়ে থাকে। তাদের তথ্যানুসারে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্য সদস্যদের  গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর