মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁ আ’লীগে যোগদান করা সেই নূরা ডাকাতের বিরুদ্ধে আবারো ডাকাতি মামলা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ২৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকস (সোনারগাঁ) : সোনারগাঁ থানা আওয়ামীলীগে যোগদান করা থানা পুলিশের তালিকাভুক্ত আলোচিত সেই নূরা ডাকাতের বিরুদ্ধে আবারো একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। সোমবার রাতে বারদী  ইউনিয়নের মছলন্দপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান আসামী করা হয়। গত ৮ জানুয়ারী বারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাশেম প্রধানের সভাপতিত্বে আওমীলীগ’র এক কর্মী সভায় ওই অনুষ্ঠানের প্রধান সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের হাতে ফুলের তোড়া দিয়ে আওমীলীগে যোগদান করেন নূরা ডাকাত। এলাকাবাসী জানান, উপজেলার বারদী ইউনিয়নের মান্দেরপাড়া গ্রামের মৃত অদুত ব্যাপারীর ছেলে নূর মোহাম্মদ ওরফে নূরা ডাকাত এলাকায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন ডাকাতির সঙ্গে জড়িত। তার ভয়ে এলাবাসীর আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়। আমরা তার কাছে জিম্মি হয়ে পরেছি। নূরা ডাকাত এলাকায় ডাকাতি ছাড়াও মানুষের গরু-ছাগল সহ অন্যান্য মূল্যবান মালামাল প্রকাশ্যে লুট করে নিয়ে যায়। তার ভয়ে কেউই মুখ খুলতে সাহস পায়না। একজন সাবেক সাংসদ তার দল আওয়ামীলীগে নুরা ডাকাতকে বরণ করে নেয়ার পর আমরা আরও বেশী আতঙ্কে দিনাতিপাত করছি। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক ওবায়েদুল হক জানান, বারদী  ইউনিয়নের মছলন্দপুর গ্রামে বাড়িতে সোমবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালালাল লুট করে নিয়ে গেছে। সময়  ডাকাতরা  সাবেক ইউপি সদস্যসহ দুই জনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। মারাত্বক আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে নূরা ডকাতকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর