বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সরল বাহিনীর ৩ সদস্য আটক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ২৫ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সিদ্ধিরগঞ্জের দূর্ধর্ষ অস্ত্রধারি ও একাধিক মামলার আসামী ডাকাত সরল বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় অভিযান চালিয়ে নাসিক ৭নং ওয়ার্ড কদমতলী, ভান্ডারিপুল ও নাভানা ভূঁইয়া সিটি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, ডাকাত সরদার সরল বাহিনীর সেকেনইন কমান্ড দুলাল, সহযোগী ফেন্সি কামলা ও সোহান। এ সময় পুলিশের অভিযান টেরপেয়ে ডাকাত সরল বাহিনীর সদস্য জনি, ইলিয়াছ, উজ্জল, আক্তার পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। সিদ্ধিরগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর ৩ জনকে আটক ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি উদ্ধার করা হয়েছে তা জানায়নি। এদিকে থানা যুবলীগের এক নেতা ক্ষমতার প্রভাব বিস্থার করে ডাকাত সরল বাহিনীর সদস্যকে থানা থেকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে সক্ষ্যতা করছে বলে থানার একটি সূত্র জানায়। সিদ্ধিরগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কয়েক দিন ধরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে। এ ধারাবাহিকতায় সোমবার বিকাল থেকে নাসিক ৭নং ওয়ার্ড কদমতলী নায়াপাড়া মহল্লায় অভিযান চালায়। এ সময় দূর্ধর্ষ অস্ত্রধারি সন্ত্রাসী, ডাকাত সরল বাহিনীর সেকেনইন্ড কমান্ডসহ ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ বাহিনীর অন্য সদস্যদের আটক করা হবে। তবে এ সময় মাদক ও কোন অস্ত্র উদ্ধার করা হয়েছে কিনা তা জানায়নি এস আই জাহাঙ্গীর।
এই বিভাগের আরো খবর