শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আটক ৫

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ২৫ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সোনারগাঁ উপজেলায় সোয়ান (২০) নামে ব্যাটারী চালিত এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ইজি বাইক ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ৫ জনকে আটক করেছে। আটকরা হল বন্দরের সালেহনগর এলাকার এবাদুল্লার ছেলে পায়েল(২৫), বন্দরের আমিন আবাসিক এলাকার মৃত মানিক মিয়ার ছেলে শাহীন (২৪) একরামপুর সিএসডি গেইট এলাকার আবদুল হাইয়ের ছেলে পারভেজ (২৪) ও বন্দরের গকুলদাসের বাগ এলাকার আমজাদ হোসেনের ছেলে পিকআপ ভ্যান চালক হান্নান(৩৫)। পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে খুনি মেহেদী (২৫) কে সোনারগাঁ কলাপাতা গোটেলের নিচ থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভেজ ধামগড় ফাঁড়ি পুলিশের কাছে ইজিবাইক চালককে গার্মেন্টেসের ছুরি দিয়ে জবাই করে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অঞ্চল-খ) মো. সাজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আটক পারভেজের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সোয়ানের লাশ উদ্ধার করা হয়। এর আগে বন্দরের কাইককার টেক ব্রিজ থেকে ওই ছিনতাইকারি চক্র সোয়ানের ইজি বাইক ভাড়া করে নিয়ে আসে। পরে ছিনতাইকারীরা সোয়ানকে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। নিহত সোয়ান বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার আলী মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পিতা আলি মিয়া বাদী হয়ে সোনাঁরগা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা সাধন চন্দ্র বর্মন জানান, গত সোমবার রাতে বন্দর থেকে সোহানের অটোবাইকটি ভাড়া করে যাত্রীবেশী ৫ ছিনতাইকারী।  তারা অটোবাইকটি নিয়ে সোনারগাঁ উপজেলার সোনারগাঁও ডিগ্রি কলেজ সংলগ্ন ব্রীজের সামনে নিয়ে যায়। এরপর ইজিবাইক চালক সোহানকে ব্রীজের নিচে ধান ক্ষেতে নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে। জবাই করার পর ও সোহান বাঁচার জন্য দৌঁড়ে ধান ক্ষেত থেকে ইজিবাইকের সামনে চলে আসে। কিন্তু পরক্ষণেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সোহানের মৃত্যু নিশ্চিত করে। ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে বন্দরের দাসেরগাঁও এলাকায় চলে আসে। মঙ্গলবার সকালে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিতে একটি পিকআপ ভ্যান গাড়ি ভাড়া করে নিয়ে আসে। ইজিবাইকটি ভ্যান গাড়িতে তোলার সময় দাসেরগাঁও স্ট্যান্ডের ইজিবাইক চালক ও এলাকাবাসীর সন্দেহ হলে তারা পিকআপ ভ্যান গাড়িসহ ৩ জনকে আটক করে। এ সময় অন্য ইজিবাইক চালকরাও তাদের  সঙ্গে যোগ দেয়। পরে পুলিশ আটককৃতদের নিয়ে যেতে চাইলে ইজিবাইক শ্রমিকরা আটককৃতদের তাদের হাতে তুলে দিতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে ইজিবাইক চালকদের তীব্র বাকবিতন্ডা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম জানান, ইজিবাইক চোর আটকের খবর পেয়ে ঘটনাস্থল দাসেরগাঁওয়ে পুলিশ পাঠানো হয়। পরে জানা যায় এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটককৃতদের সোনারগাঁ থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের  জানান, ইজিবাইক চালক হত্যাকান্ডে জড়িত পারভেজ, শাহিন, পায়েল ও পিকআপচালক হান্নানসহ ৪ জনকে বন্দর থানার পুলিশ আটক করে সোনারগাঁও থানার পাঠিয়েছে। আটক ৩ জনের স্বীকারোক্তি জবানবন্দিতে মেহেদি ও রিংকু নামের আরও দুই জন জড়িত রয়েছে বলে জানান। পুলিশ মেহেদীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের বাবা আলী মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বন্দর খেয়াঘাটের অটো বাইক শ্রমিকরা সকল রুটের অটো চলাচল বন্ধ রেখেছে। বিকেলে ময়না তদন্ত শেষে লাশ এলাকায় নিয়ে এলে অটো চালকরা লাশ নিয়ে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে।
এই বিভাগের আরো খবর