মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

সোনারগাঁয়ে জন্ম নিবন্ধন সনদ পেতে লাগে অতিরিক্ত ২৪০ টাকা!

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

যুগেরচিন্তা ২৪.কম: সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ২৪০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তার এ বাণিজ্যের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্থানীয়দের দেওয়া অভিযোগে জানা গেছে, সম্ভুপুরা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের জন্য এক ছাত্র যান স্থানীয় ইউনিয়ন পরিষদে । এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দি দেওয়ান জন্ম নিবন্ধন সনদ বাবদ ২৪০ টাকা দাবি করেন। কিন্তু ওই কলেজ ছাত্রের কাছে ২৪০ টাকা না থাকায় তিনি একশ টাকায় জন্ম নিবন্ধন সনদটি দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু নাছোড়বান্দা সচিব ২৪০ টাকার কমে জন্মনিবন্ধন সনদ দেওয়া যাবে না বলে তাকে জানিয়ে দেন। পরে বাধ্য হয়ে সোহেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়ন পরিষদের আলী আক্কাছের কাছ থেকে ১৪০ টাকা ধার করে ২৪০ টাকার বিনিময়ে সচিবের কাছ থেকে জন্ম নিবন্ধন সনদ নেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, টাকা ছাড়া এ সচিবের কাছ থেকে কেউ জন্ম নিবন্ধন সনদ পায় না। এসব জেনেই আমি বাড়ি থেকে একশ টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু সচিব ২৪০ টাকার কমে জন্ম নিবন্ধন সনদ না দেওয়ায় এক গ্রামের আলী আক্কাছের কাছ থেকে আরো ১৪০ টাকা ধার করে টাকা ২৪০ টাকা দিয়েছি। স্থানীয় র্দুগাপ্রসাদ ও কাজিরগাঁ গ্রামের বাসিন্দা মিনার হোসেন, হযরত মিয়া ও জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন দেওয়ান কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকায় জন্ম নিবন্ধন সনদ কিনতে হয়। এই ঝামেলার জন্য জন্মনিবন্ধন করাতে উৎসাহ পান না অভিভাবকরা। এমন এক অভিভাবক সজিব রহমান। তার দুই বছর বয়সের ছেলের জন্মনিবন্ধন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জন্মনিবন্ধন করতে ঝামেলা। অনেক ঘোরাঘুরি করতে হয়। তিন থেকে চার মাসের আগে জন্মনিবন্ধন সনদ পাওয়া যায় না। তাই যখন লাগবে তখন করব। অনুসন্ধানে জানা যায় , জন্মনিবন্ধন ফি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ, যা আগামী বছর থেকে কার্যকর হবে। জন্ম ও মৃত্যুর ২ বছরের মধ্যে নিবন্ধন ফি ছাড়াই নিবন্ধন করা ও জন্ম ও মৃত্যুর দুই বছর পর নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বছর ইউনিয়ন পরিষদের ৫ টাকা ও সিটি করপোরেশনের ১০ টাকা হারে ফি নেওয়ার বিধান রয়েছে। আর সনদের বাংলা ও ইংরেজি দ্বিনকল কপি সরবরাহের জন্য ইউপি ও সিটি করপোরেশনের জন্য ২৫ টাকা এবং সনদ সংশোধনে ১০ টাকা দিতে হতো । এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সম্ভপুরা ইউনিয়ন পরিষদ সচিব মহিউদ্দিন দেওয়ান জানান, সরকারি খরচ ২৪০ টাকা। এ কারণে আমি ওই কলেজ ছাত্রের কাছ থেকে ২৪০ টাকা নিয়েছি। এর চেয়ে বেশি টাকা কখনোই নেওয়া হয় না বলে স্বীকার করেন তিনি। সম্ভুপুরা ইউনিয়নের সচিব মহিউদ্দিন দেওয়ান বলেন, আমি অতিরিক্ত অর্থ আদায় করি না। আমার আগে যে সচিব ছিলো তার বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। যদি নিয়ে থাকি তা হলে ভুল করে নিয়েছি। আর এ ধরনের ভুল হবে না। সম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আ.রউফ বলেন, জন্ম নিবন্ধন এটা আমার কোন কাজ না। এ বিষয় সচিব অতিরিক্ত অর্র্থ আদায় করলে উপজেলা নির্বাহী অফিসারকে বলেন। তিনি ব্যবস্থা নিবেন। নারায়নগঞ্জের জেরা পরিষদের সদস্য বেগম নুরজাহান বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই অন্যায়। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, জেল-জরিমানাসহ চাকরিচ্যুত বা বরখাস্ত করা হতে পারে। বর্তমানে যে সরকারি ফি নির্ধারিত আছে তাতেই বাংলাদেশের মতো গরিব দেশের মানুষ জন্মনিবন্ধন করতে চায় না, ফি আরো বাড়লে জন্মনিবন্ধনে অনেকেই আগ্রহী হবে না। কেউ কেউ জন্মনিবন্ধন আগের মতোই ফ্রি করে দেওয়ার অনুরোধ জানান। এতে দালালদের দৌরাত্ম্য কমবে বলে অনেকে মনে করছেন। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, জন্ম নিবন্ধনে প্রতি বছরের জন্য ৫ টাকা এবং সনদ খরচ বাবদ আরো ২০ থেকে ৩০ টাকা বেশি নেওয়া হয়। কিন্তু একটি নিবন্ধন সনদে ২৪০ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
এই বিভাগের আরো খবর