শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বন্দরে দাদার বিক্রি জমি জবর দখলের চেষ্টা নাতির

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ২৩ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : দাদা বিক্রি করেছে ৭০ সালে জমি। ক্রেতারা নামজারীও করেছে। কিন্তু আর এস রেকর্ডে দাদার নাম থাকায় ওয়ারিশী দাবিতে নতুন করে বিভিন্ন ভূমি দালাল ও ভূমি দস্যুদের কাছে ১ একর ৫১ শতকের মালিকানা দাবি করে ১ একর ৭৭ শতক বিক্রি করে দিয়েছে প্রতারক তাপস চন্দ্র মিত্র। জমি কিনে প্রায় ৪০ বছর ভোগ দখলে থাকার পর বৈধ ক্রেতাদের উচ্ছেদের পায়তারা করছে তাপস। প্রতারক তাপসের চক্রান্তের শিকার বন্দর ও সোনারগাঁয়ের প্রায় ১০ জন জমির মালিক। তাপস ১৪৯/১৫ ও ৮১/০২ দু’টি মামলা করে আদালত থেকে হেরে যাওয়ার পরও সে ভূমি দস্যুদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। জমি মালিকরা জানান, সোনারগাঁয়ের নয়াপুর কাঠালবাড়ি গ্রামের মৃত অনিল চন্দ্র মিত্রের ছেলে তাপস চন্দ্র মিত্র তার দাদার নামে রেকর্ডীয় জমি বিভিন্ন লোকের কাছে বিক্রি ও পাওয়ার দিয়ে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করছে। তাপস ভারতে অবস্থান করে মাছে মধ্যে এলাকায় এসে গোপনে বিভিন্ন লোকের কাছে জমি বিক্রি করে এলাকার বৈধ ক্রেতারে মাঝে সংঘর্ষের সুত্রপাত ঘটাচ্ছে। সে আদালতের রায় অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এ ব্যপারে ক্রেতারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এই বিভাগের আরো খবর