বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পাঁচ দিনের সফরে হংকংয়ে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১ মার্চ ২০১৭

যুগেরচিন্তা ২৪.কম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পাঁচ দিনের সফরে সোমবার রাতে হংকং গেছেন। সফরকালে বাণিজ্যমন্ত্রী হংকংয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়াও তিনি হংকং ও চীনের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বড় বড় কোম্পানির মালিকদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত মতবিনিময় করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। হংকং সফরকালে বাণিজ্যমন্ত্রী দেশটির কমার্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টস সেক্রেটারির সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকে ম্যাকাও এবং চীনের দুই শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকং গঠনের ফলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে। আশা করা হচ্ছে, বাংলাদেশের বিনিয়োগবান্ধর পরিবেশ, বিনিয়োগনীতি, সুলভ মূল্যে দক্ষ শ্রমিকের কারণে হংকং ও চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন। বাণিজ্যমন্ত্রী আগামী ৩ মার্চ দেশে ফিরবেন।
এই বিভাগের আরো খবর