বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বিএনপিকে রক্ষা করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : গিয়াস উদ্দিন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জিয়ার আদর্শে গড়া বিএনপিকে ধ্বংস করার হাতে থেকে রক্ষা করতে হবে। বেগম জিয়ার ও তারেক রহমানে নেত্রীতে আগামীতে সরকার গঠন করতে হবে। তার জন্য  বিএনপি’র নেতাকর্মীদের সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যথায় সরকারী দলের জুলুম অত্যাচারে, নিপিড়নের হাত থেকে কেউ বাঁচতে পারবেনা। এ সরকার একনায়কতন্ত্র কায়েম করতে ঘুম, খুনের রাজনীতি করছে। মূখে গনতন্ত্রের কথা বলে আর অন্তরে অবৈধভাবে সরকারে থাকার ষড়যন্ত্র করে। তিনি বুধবার বিকাল সাড়ে ৫ টায় বিএনপি’র প্রতিষ্ঠা থেকে অদ্য পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় যে সকল নেতাকর্মী নিহত হয়েছে তাদের স্বরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এমএ হালিম জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অদ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, মহানগর বিএনপি’র উপদেষ্টা জামাল উদ্দিন কালু,মহানগর বিএনপি’র সাংগঠিক সম্পাদক এ্যাঃ আবু আল ইউসুফ খান টিটু,  কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ সভাপতি নাজির আহম্মেদ নাজির, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন নাহার, মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামান, নাসিক মাহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, এ্যাড. এম এ বারি ভূঁইয়া, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,  সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ আহয়ায়ক মাজেদুল ইসলাম, থানা জাসাস সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইমাম হোসেন বাদল, বিএনপি নেতা মোস্তাফা কামলা, মীর আলমগীর হোসেন, আব্দুল আশেম মেম্বার, কাশিপুর বিএনপির নেতা মাইরুল ইসলাম রতন, ফতুল্লা থানা যুবদলের সহ সভাপতি  নুর আল সিকদার, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা জুয়েল প্রমূখ। গিয়াস উদ্দির আরো বলেন, আগামী বিএনপি’র নেতারা যাকে মনোনায়ন দেবে তার পক্ষে সকলকে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের মাটি বিএনপি’র ঘাটি তার প্রমান করতে হবে। তিনি আরো বলেন জেলার ৭টি থানায় বিএনপি’র নেতাকর্মী মারা গেছে তাদের স্বরণে আগামীতে আরো বড় করে দোয়ার আয়োজন করা হবে। এসময়  সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৭৬ জন মরহুম নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মরহুমদের পরিবারের সদস্যদের হাতে স্বরণে সদন পত্র বিতরন করা হয়।
এই বিভাগের আরো খবর