শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সোনারগাঁয়ে জাটকা ইলিশ শিকারের দায়ে দুই জেলের জরিমানা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জাটকা ইলিশ মাছ শিকারের অপরাধে বুধবার দুই জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, বুধবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ মাছ শিকারের অপরাধে মৎস সংরক্ষন আইনে অপু বর্মন ও সমীর আলী নামে দুই জেলেকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। জাটকা মাছগুলো দুইটি এতিমখানায় বিতরন করা হয় ও কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। শুভ/এস
এই বিভাগের আরো খবর