বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বন্দরে নিষিদ্ধ ঔষধের রমরমা ব্যবসা, মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে ঔষধ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দর উপজেলার অধিকাংশ ঔষধের দোকান গুলোতে চলছে সদ্য সরকার থেকে নিসিদ্ধ করা ঔষধের রমরমা ব্যবসা। এমন অভিযোগ তুলেছে বন্দরের সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর উপজেলার মদনপুর বাজার, ধামগড় বাজার, লক্ষনখোলা, সোমবাড়ীয়া বাজার, নবীগঞ্জ বাজার, বন্দর বাজার, বন্দর রেললাইন, পুরান বন্দর চৌধূরীবাড়ী, সোনাকান্দা, দড়িসোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, কলাগাছিয়া, সাবদী ও আদমপুরসহ তার আশেপাশের এলাকার ঔষধের দোকান গুলোতে দেদারসে বিক্রি হচ্ছে সদ্য নিসিদ্ধ করা ঔষধ। বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানা গেছে, বন্দরে উল্ল্যেখিত এলাকার ঔষধের দোকান গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান না থাকায় অসাধু ঔষধ ব্যবসায়ীরা র্নিবিঘেœ নিসিদ্ধ ঔষধ অবাধে বিক্রি করে চলছে। এ সব নিসিদ্ধ ঔষধ সেবন করে অনেকে অসুস্থ্য হয়ে পেরেছে। এ ছাড়াও বন্দরে বিভিন্ন  এলাকার অধিকাংশ ঔষধের দোকানের কোন সরকারি লাইন্সেস নেই। প্রতারক ঔষধ ব্যবসায়ীরা অর্ধ শিক্ষিত হয়েও গ্রামগঞ্জে ঔষধের দোকানে গড়ে তুলে সেখানে সরকারি নিসিদ্ধ ঔষধ, নেশা জাতীয় ঔষধসহ মেয়াদ র্উত্তীন ঔষধ বিক্রি করছে। রোগ থেকে নিরাময় পেতে ভূক্তভোগীরা না জেনে ঐ সকল ঔষধের দোকান গুলোতে ভীড় জমাচ্ছে। মেয়াদ র্উত্তীন ঔষধ সেবন করে অনেকে নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবী এ প্রতিনিধিকে জানিয়েছে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবা সেবনকারিরা উল্লেখিত মাদক না পেয়ে তার প্রতিদিন ভীড় করছে বিভিন্ন ঔষধের দোকান গুলোতে। মাদক সেবীরা মোটা অংকের টাকা দিয়ে ঔসব দোকান গুলো থেকে বিনা প্রেসক্রিপশনে ইউনেক টিন, সিডিল, নকটিন, ওরাডেকসন, ফিসিয়াম, সিডেক্সিন, হিসনাল, ফেনারগন, ডেসপ্রটিন, ডাইডিলসহ নানা প্রকার ঔষধ ক্রয় করে সেবন করছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সচেতন মহল বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দরের সচেতন মহল।
এই বিভাগের আরো খবর