বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

বন্দরে ২ হাজার ব্যাটারী চালিত অটো রিক্সা চালক র্কমহীন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : জেলা প্রশাসনের নির্দ্দেশে বন্দর থানা পুলিশ কর্তৃক ব্যাটারী চালিত অটোরিক্সা ধরপাকড়াও করার কারনে বন্দরে প্রায় ২ হাজার রিক্সা চালক র্কমহীন হয়ে পরেছে। এমন অভিযোগ তুলেছে ব্যাটারী চালিত রিক্সা মালিক ও শ্রমিকরা। এ ব্যাপারে সোনাকান্দ অটো রিক্সা মালিক সমিতির নেতা আহাম্মদ আলী জানান, বন্দর থানা পুলিশ ব্যাটারী চালিত অটো রিক্সা আটক অভিযান অব্যহত রাখায় গত ২/৩ দিন ধরে বন্দরে প্রায় ২ হাজার রিক্সা মালিক ও চালকারা র্কমহীন হয়ে পরে। ২ হাজার রিক্সা চালক গত ২ দিন ধরে র্কমহীন থাকায় তাদের সংসারে অভাব অনাটন র্তীব্র আকাড় ধারন করেছে। এ ছাড়াও পুলিশের ভয়ে রাস্তায় প্রযাপ্ত পরিমান রিক্সা না থাকার কারনে গত ২/৩ দিন ধরে সাধারন জনগন একদিকে চরম র্দূভোগের শিকার হচ্ছে। অটো রিক্সা চলতে না থাকায় এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে । রাস্তায় রিক্সা না থাকার কারনে পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না। এ ব্যপারে অটো রিক্সা চালকরা জানান, আমরা গরীব মানুষ। তাই আমরা রিক্সা চালক। চালকদের মধ্যে অনেকেই কিস্তি, সুদ ও দেনা করে অটো রিক্সা কিনেছি। কোন কিছু না বলে বন্দর থানা পুলিশ রাস্তা থেকে অটো রিক্সা ধরে নিয়ে যাচ্ছে। এতে করে আমার মত হাজার হাজার মানুষ  বন্দরে র্কমহীন ও বেকার হয়ে পরছে। অনেক কাজকর্ম না পেয়ে বিভিন্ন অপরাধ মূলক র্কমকান্ডে জরিয়ে যাবে। গরীব অসহায় রিক্সা চালকদের এ অবস্থা থেকে রেহাই পাওয়ার গরীব অসহায় রিক্সা চালকরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
এই বিভাগের আরো খবর