শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বন্দর প্রেসক্লাবে নববর্ষ উদযাপনের প্রস্তুতি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর শেষ। কাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। দলমত নির্বিশেষে প্রাণের উৎসবের অংশ হিসেবে বাংলা নববর্ষকে বরণ করতে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে বন্দর প্রেসক্লাব। কর্মসূচীর অংশ হিসেবে ১ বৈশাখ শুক্রবার সকাল ৯ টায় প্রেসক্লাব মিলনায়তনে বাঙ্গালীর চীরাচরিত পান্তা-ভর্তা উৎসব পালন করবে সাংবাদিকরা। এবার বাঙ্গালীর আরেক ঐতিহ্য ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ার প্রতিবাদে ইলিশ বর্জন করছে বন্দরের সাংবাদিকরা। ইলিশের পরিবর্তে পান্তার সঙ্গে থাকছে রকমারী ভর্তার আয়োজন। বাংলা নববর্ষকে বরন করতে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকের মিলনমেলা ঘটানো হবে বলে বন্দর প্রেসক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বিকেলে থাকছে বাঙ্গালীয়ানা পোশাকে নৌ ভ্রমনের আয়োজন। কর্মসূচীতে বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেবেন।
এই বিভাগের আরো খবর